সমাজের আলো: কতিপয় ভুমিদস্যুদের কবল থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের দখলকৃত জমি ফিরে পাওয়ার দাবীতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। স্থানীয় গ্রামবাসীর আয়োজনে আজ রোববার বেলা ১১ টায় উপজেলার আটুলিয়া ইউনিয়নের বয়ারশিং বাজারে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন, আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, ইউপি সদস্য স্বরস্বতি রানী, সন্তোষ বৈদ্য প্রমুখ। বক্তারা বলেন, আদালতের রায় পাওয়ার পরও ভুমিদস্য রুহুল আমিন মোড়ল, মোশারফ গাজী, রাজ্জাক গাজী ও মুসা শেখের কাছ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন তাদের জমির দখল বুঝে পাচ্ছেননা। বক্তারা এ সময় ভুমি দস্যুদের কবল থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের দখলকৃত জমি ফিরিয়ে দেয়ার জোর দাবী জানান এবং একই সাথে তারা এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

