সমাজের আলো : পেছনে জামায়াত শিবির ও জঙ্গীরা শংকর কুমার দে ॥ হেফাজতে ইসলামের আড়ালে সক্রিয় হচ্ছে জামায়াত-শিবির ও জঙ্গী গোষ্ঠী। যুদ্ধাপরাধীর দল জামায়াত-শিবির ও জঙ্গীদের বি টিম হিসেবে কাজ করছে হেফাজতে ইসলাম। জামায়াত-শিবির ও জঙ্গী গোষ্ঠীকে কঠোর হস্তে দমন করার পর হেফাজতে ইসলামকে মাঠে নামিয়েছে পর্দার অন্তরালে থাকা অশুভ শক্তি। তিনটি সংগঠনই সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন করতে মাঠে তৎপর। রাষ্ট্রের শাসন ব্যবস্থায় তারা প্রচলিত আইনের পরিবর্তে ইসলামী আইন, শরিয়া ভিত্তিক আইন ও খেলাফত রাষ্ট্র বাস্তবায়ন করতে সক্রিয়। উগ্র মৌলবাদী হিসেবে হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলাম ও জঙ্গী গোষ্ঠীগুলো মুদ্রার এপিট আর ওপিট। এই তিনটি সংগঠনের নেতা-কর্মী ও তাদের বংশধররা স্বাধীনতাবিরোধী শক্তি, যা স্বাধীনতার পক্ষের শক্তি ও প্রগতিশীল শক্তির বিরুদ্ধে একাট্টা হয়ে মাঠে নেমেছে। ভাস্কর্য ইস্যুতে হেফাজতে ইসলামের বিষয়ে এই ধরনের প্রতিবেদন দিয়েছে গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, হেফাজতে ইসলামের আড়ালে জঙ্গীরা আবার সক্রিয় হচ্ছে। নেপথ্যে আছে জামায়াতে ইসলামী। শুধু তাই নয়, এই জঙ্গীদের সংগঠিত করতে জামায়াতে ইসলামী কাজ করে সরকারের কঠোর অভিযানের মুখে এখন বেছে নেয়া হয়েছে হেফাজতে ইসলামকে। হেফাজতে ইসলামের অর্থের প্রধান যোগানদাতা জামায়াতের। জামায়াতের অর্থের যোগান পাচ্ছে জঙ্গী গোষ্ঠীও। হেফাজতে ইসলামের মধ্যেই জামায়াতের লোকজন থাকায়, এরইমধ্যে হেফাজত অরাজনৈতিক চরিত্র হারিয়ে রাজনৈতিক চরিত্র পেয়েছে। আর ভেতরে ভেতরে সংগঠিত করা হচ্ছে জঙ্গীদের। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, হেফাজতে ইসলামের জঙ্গী চরিত্র স্পষ্ট। তাদের আচার-আচরণ এবং কর্মসূচী দেখলেও তা বোঝা যায়। দেশের জন্য আশঙ্কার বিষয় হলো এই হেফাজত ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে সহানুভূতি পাওয়ার চেষ্টা করে যাচ্ছে। তাই তারা যদি আরও বিস্তৃত হয়, তা বাংলাদেশের জন্য চরম ক্ষতির কারণ হবে। জামায়াত এখন তার অস্তিত্বের কারণেই হেফাজতের সহায়তা নিচ্ছে। আর হেফাজতও তার শক্তি বাড়াতে তা লুফে নিচ্ছে। দেশের মৌলবাদী সংগঠনগুলোর গোপন জঙ্গী গ্রুপ আছে। দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়ের পর, জামায়াত-শিবিরের সহিংস সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় তা আবারও প্রমাণিত হয়েছে। আর হেফাজত ঢাকা অবরোধ এবং শাপলা চত্বরে সমাবেশের নামে যা করেছে, তাও তাদের চরিত্রকে স্পষ্ট করেছে। তাই এখন স্বাভাবিক কারণেই জঙ্গীরা সামনে চলে আসার চেষ্টা করছে। সেজন্য জামায়াত-হেফাজতের স্বার্থ অভিন্ন হওয়ার কোন কারণ নেই।

