সমাজের আলো : জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন দেওয়ার পর রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকার বৈদ্যুতিক সঞ্চালন লাইন ঘেঁষা উঁচু গাছ থেকে একটি কাক উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাকটি উদ্ধার করে। পরে কাকটিকে খাবার ও প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়ার জন্য উজ্জ্বল হোসন নামের এক যুবকের তত্ত্বাবধানে দেওয়া হয়। রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের স্টেশন অফিসার লতিফুর বারী জানান, মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় একটি গাছে কোন এক সময় সুতোর সঙ্গে একটি কাক আটকা পড়ে। কাকটি অনেক চেষ্টা করে নিজেকে মুক্ত করার জন্য। কিন্তু সে যতই চেষ্টা করে মুক্তির জন্য ততই তার পাখা সুতোর সঙ্গে আটকে যেতে থাকে। সকালে হঠাৎ করে ওই এলাকার উজ্জল হোসেনের চোখে পড়ে কাকটির অসহায়ত্ব। তিনি কাকটি উদ্ধারের জন্য প্রথমে ‘৯৯৯’-এ ফোন দেন।

