কলারোয়া প্রতিনিধিঃ কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি”-এই স্লোগানকে সামনে রেখে কলারোয়ায় আর্ন্তজাতিক নারী নিযার্তন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা অফিসাস ক্লাবের হলরুমে জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা নিবার্হী কর্মকর্তা মৌসুমী জেরীন কান্তার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এর আগে স্বাগত বক্তব্য দেন-উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, বিশেষ অতিথি ছিলেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন শাহনাজ নাজনীন খুকু, প্রফেসার আব্দুল মজিদ প্রমুখ। অনুষ্ঠানে ক্যাটাগরিতে ৫জন নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা দেয়া হয়। এসময় সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ৫জয়িতা হলো- উপজেলার বুইতা গ্রামের আলেয়া খাতুন, তিনি অর্থনৈকিত সাফল্য অজনকারী নারী, উপজেলার পাইকপাড়া গ্রামের সানজিদা খাতুন, তিনি শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, উপজেলার তুলসীডাঙ্গা গ্রামের নারগিস বেগম, তিনি সফল জননী নারী, উপজেলার রঘুনাথপুর গ্রামের সীমা বিশ^াস, তিনি নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবণ শুরু করা যে নারী, উপজেলার উত্তর দিগং গ্রামের মমতাজ বেগম, তিনি সমাজ উন্নয়নে অসামান্য আবদান রেখেছেন যে নারী। কলারোয়ার যুগিখালীতে ইউপি চেয়ারম্যান রবিউল হাসানের পক্ষে এলাকাবাসী ঘোড়ায় নির্বাচনী শো-ডাউন কলারোয়া প্রতিনিধিঃ কলারোয়ার যুগিখালীতে ইউপি চেয়ারম্যান রবিউল হাসানের পক্ষে এলাকাবাসী ঘোড়ার গাড়িতে চলে নির্বাচনী শো-ডাউন করেছে। বুধবার বিকালে যুগিখালী ইউনিয়নের বামনখালী বাজার থেকে শত শত গ্রামবাসী একত্রিত হয়ে নির্বাচনী শো-ডাউনে যোগ দেন। তারা ঘোড়ার গাড়ি নিয়ে বামনখালী বাজার থেকে শুরু করে যুগিখালী, সরসকাটি, তালুনদিয়া, পাঁচনল, রাজনগর, হামিদপুর হয়ে বামনখালী বাজারে এসে শেষ হয়। এসময় তারা বর্তমান চেয়ারম্যান রবিউল হাসানের পক্ষে হ্যান্ড মাইকে প্রচার করেন। এই শো-ডাউনে যুগিখালী ইউনিয়নের জামায়াত-বিএনপি ও আ.লীগের নেতাকর্মীরা অংশ নেন। লুৎফর করিম, ইসরাফ ঢালী, সোহাগ হোসেন, আবুহার, শাহাজাহান আলী, রফিকুল ইসলাম, হাফেজ আফছার আলী, মতিয়ার রহমান, মিঠু, রমজান আলী, ইউনুচ আলী, মিজানুর রহমান, আরশাদ ঢালী, ফিরোজ আহম্মেদ সুমন, মিজানুর রহমান, রেজাউল ইসলাম, মশিউর রহমান জানান-এবার এলাকাবাসী দল মত নির্বেশেষে রবিউল হাসানের পক্ষে নির্বাচন করবেন। তারা পূর্নরায় চেয়ারম্যান হিসাবে রবিউল হাসানকে দেখতে চান। জনপ্রিয় ও যোগ্য ইউপি চেয়ারম্যান হিসাবে রবিউল হাসান ছাড়া অন্য কাউকে এই ইউনিয়নে চেয়ারম্যান হিসাবে দেখতে চান না। ৬৮৭টি মোটর সাইকেল ও ৩টি ঘোড়ার গাড়ি নিয়ে যুগিখালী ইউনিয়নের ৭ ওয়ার্ড ও গ্রামের নির্বাচনী শো-ডাউন দেয়ার সময় গ্রামের শত শত মহিলারা ফুল দিয়ে ইউপি চেয়ারম্যান রবিউল হাসানকে রবণ করে নেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *