সমাজের আলো : বাংলাদেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ বা সেকেন্ড ওয়েভে সংক্রমণ ফের বাড়ার সাথে সাথে হাসপাতালে রোগী ভর্তি করা নিয়ে নতুন করে সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। অনেকেই অভিযোগ করছেন যে করোনাভাইরাস সন্দেহ হলে রোগীকে জরুরি সেবা না দিয়ে অন্য হাসপাতালে পাঠিয়ে দেয়ার প্রবণতা তৈরি হয়েছে কিছু হাসপাতালের মধ্যে। ঢাকার দুটি পরিবার জানিয়েছে, তাদের রোগীকে নিয়ে একাধিক হাসপাতালে ঘুরেও জরুরি চিকিৎসা পাননি তারা। শেষ পর্যন্ত দুজনই মারা গেছেন। মৃত্যুর পর জানা গেল তার কোভিড ছিল না: কাশি ও বুকে ব্যথার কারণে বাংলাদেশ রাইফেলসের (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ) সাবেক কর্মকর্তা মোঃ আব্দুল বারিককে তার পরিবারের সদস্যরা সম্প্রতি ঢাকার শ্যামলীর কাছে একটি সরকারি হাসপাতালে নিয়ে যান। মি. বারিকের ছেলে মিথুন জামান বলেন, সেখানে তার বাবার অক্সিজেন স্যাচুরেশন কম দেখে কোভিড-১৯ রোগী ধারণা করে তাকে চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেয়া হয়। সেখান থেকে পরামর্শ দেয়া হয়, তাকে কুর্মিটোলা বা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে। “এরপর আমরা কুর্মিটোলা নিয়ে যাই। কিন্তু সেখানকার একজন কর্মকর্তা সিট খালি নেই জানিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে যেতে বলেন”। কিন্তু মি. জামান তার বাবাকে নিয়ে যান বেসরকারি আনোয়ার খান হাসপাতালে। “সেখানে জরুরি ভিত্তিতে অক্সিজেন সাপোর্ট দেয়া হলে তার অবস্থার উন্নতি হয়। তাকে সিটি স্ক্যানও করানো হয়। কিন্তু পাঠানো হয় কোভিড ইউনিটে। কিন্তু সেখানে কোভিড ইউনিটে সিট না থাকায় আমরা পান্থপথে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। কিন্তু কোভিড ধারণা করে তারা জানান তাদেরও কোভিড ইউনিটে সিট খালি নেই”। কুর্মিটোলা হাসপাতালে যোগাযোগ করা হলে একজন কর্মকর্তা বলেন ৪ঠা ডিসেম্বর তাদের শয্যার অতিরিক্ত রোগী ছিলো। স্থাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতেও দেখা যায় যে ওই হাসপাতালে সেদিন কোন শয্যা খালি ছিলোনা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *