সমাজের আলো  : একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেতে বসেছিলেন সিলেট সিটি করপোরেশনের পাঁচ ওয়ার্ড কাউন্সিলর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেটি সরাসরি সম্প্রচার (লাইভ) করা হয়। সেখানে দেখানো হয় কোন পাত্রে কোন পাখির মাংস রয়েছে। ওই মাংস দিয়েই চলছিল কাউন্সিলরদের ভূরিভোজ। যদিও আইন বলছে, যেকোনো পাখি বা পরিযায়ী পাখি বা মাংস ক্রয়-বিক্রয় দণ্ডনীয় অপরাধ। ঘটনাটি সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর পরগনার একটি রেস্তোরাঁর। শুক্রবার রাতে শিকার করা পাখি জবাই করে এ ভূরিভোজে অংশ নিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রকিবুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল মুহিত জাবেদ এবং ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেক উদ্দিন তাজ। তাঁদের সঙ্গে যুক্তরাষ্ট্রপ্রবাসী রায়হান আহমদ ছিলেন। ফেসবুকে দেখা গেছে, শুক্রবার রাত ১১টা ১০ মিনিটে রায়হান আহমদ তাঁর ফেসবুক আইডি থেকে ‘লাইভে’ আসেন। ২ মিনিট ৯ সেকেন্ডের এ ভিডিওতে দেখা যায়, হরিপুরের একটি রেস্তোরাঁর নাম উল্লেখ করে পাখির মাংস রান্না করার বিষয়টি তুলে ধরা হয়। সিলেটের আঞ্চলিক ভাষায় লাইভের বর্ণনায় সদ্য শিকার করা ডাহুক, বক, বালিহাঁস জবাই করে রান্না করার কথাও বলা হয়। এরপর গরম পাতে তা পরিবেশন করে খাবার খেতে খেতে বর্ণনা দেওয়া হয়। তরতাজা পাখির মাংস খেতে চাইলে রেস্তোরাঁয় মানুষজনকে আসার আহ্বান জানানো হয়। খেতে খেতে ওয়ার্ড কাউন্সিলরদের মতামত নেওয়া হয়। তবে শনিবার দুপুর ১২টার পর রায়হানের ফেসবুক থেকে ভিডিওটি মুছে দিতে দেখা গেছে। ভিডিওতে পাখির মাংস খাওয়ার বর্ণনা করা হলেও আজ শনিবার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ও ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেক উদ্দিন দাবি করেন, তাঁরা মাংস দিয়ে খেয়েছেন ঠিক, কিন্তু পাখির মাংস ছিল কি না, নিশ্চিত নন। আর ফেসবুকে ভিডিও আপলোড করা রায়হান আহমদ বলেন, সব হাঁসের মাংস ছিল, তিনি না জেনে পাখির মাংস বলেছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *