সমাজের আলো: কক্সবাজারের মেরিন ড্রাইভের পাশের চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার তদন্ত শেষ করেছে র্যাব। চার মাসেরও বেশি সময় ধরে তদন্তের পর প্রস্তুত এ চার্জশিট দু-একদিনের মধ্যে আদালতে জমা দেওয়া হবে। এতে বলা হয়েছে, এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড যার নীলনকশা করেছে টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাস এবং বাস্তবায়ন করেছে বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক লিয়াকত আলী। চার্জশিটে ১৩ থেকে ১৫ জনকে আসামি করা হচ্ছে। খবর সংশ্লিষ্ট সূত্রের। এদিকে র্যাবের দায়িত্বশীল কর্মকর্তার বরাতে জানা গেছে, নিহত সিনহার সহকর্মী শিপ্রা দেবনাথ ও সাহেদুল ইসলাম সিফাতের বিরুদ্ধে দায়ের করা প্রশ্নবিদ্ধ তিন মামলায় র্যাবের সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা আদালতে ফাইনাল রিপোর্ট দাখিল করেছেন। এতে এ দুজনের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাদের অব্যাহতি প্রদানের অনুরোধ জানানো হয়েছে আদালতের কাছে। সিনহা হত্যাকাণ্ডের সূত্রপাত, কীভাবে পরিদর্শক লিয়াকত কর্তৃক সিনহাকে গুলি করা হয়, ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের ভূমিকা, পুরো হত্যাকাণ্ডে ওসি প্রদীপ কুমার দাসের ভূমিকা- ইত্যাদি বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে চার্জশিটে। সংশ্লিষ্ট সূত্রে এ খবর পাওয়া গেলেও এখনই এসব বিষয়ে বিস্তারিত জানাতে চাইছে না র্যাব। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ আমাদের সময়কে বলেন, সিনহা হত্যা মামলার চার্জশিট প্রস্তুত করা হয়েছে। যে কোনো দিন চার্জশিট আদালতে দাখিল করা হবে। নিজের ইউটিউব চ্যানেলের জন্য ট্রাভেল শো ডকুমেন্টারি নির্মাণে তিন সহযোগীসহ গত ৩ জুলাই কক্সবাজারের নীলিমা রিসোর্টে ওঠেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। হত্যাকাণ্ডের পর কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসের নানা অপকর্মের তথ্য গণমাধ্যমে উঠে আসতে থাকে।

