সমাজের আলো : চট্টগ্রামের সাতকানিয়ার চেয়ারম্যান আমজাদ হোসেন হত্যা মামলায় এক ইউপি সদস্যসহ ১০ জনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণ না হওয়ায় ৪ জনকে খালাস দেয়া হয়েছে। মামলার রায়ে সন্তোষ জানিয়েছেন আমজাদের পরিবার। তবে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামিপক্ষ। ১৯৯৯ সালের ৩রা অক্টোবর সাতকানিয়া মির্জারখিল দরবার শরিফের সামনে সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের স্ত্রী সৈয়দা রওশন আকতার বাদী হয়ে ২০ জনকে আসামি করে মামলা করেন। ২০০০ সালের ২২শে ডিসেম্বর মামলার অভিযোগপত্র দেয় পুলিশ। গত ১১ই নভেম্বর ১০ আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছিলেন আদালত। তারা এখন কারাগারে। এ মামলায় ২০ আসামির মধ্যে একজন মারা গেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *