সমাজের আলো। ।মা-বাবাকে বেঁধে রেখে এক কিশোরী গৃহবধূকে দল বেঁধে ধর্ষণের পর পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গত রবিবার গভীর রাতে উপজেলার চর আলগী ইউনিয়নের চর নেয়ামত গ্রামে ওই গৃহবধূর বাবার বাড়িতে এই ঘটনা ঘটে। গতকাল রাত ৮টার দিকে স্থানীয় মিরাজ হোসেন ও অজ্ঞাতপরিচয় আরো তিনজনের নামে মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। এর আগে দুপুরে আসামি মিরাজকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ধারণা, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এই নারকীয় নির্যাতনের ঘটনা ঘটেছে।পুলিশ জানায়, প্রতিদিনের মতো রাতের খাওয়া শেষে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে পড়েন ওই তরুণী। গভীর রাতে অজ্ঞাতপরিচয় একদল দুর্বৃত্ত হঠাৎ দরজা ভেঙে ঘরে ঢুকে মা-বাবাসহ পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। পরে ওই গৃহবধূকে একটি কক্ষে আটকে ধর্ষণ করে তারা। ধর্ষণ শেষে তাকে পিটিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে থেঁতলে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পালিয়ে যাওয়ার সময় ঘরে থাকা টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্রও নিয়ে যায় তারা। পরে পরিবারটির চিৎকার শুনে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাঁকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

