সমাজের আলো : আশাশুনি থানার পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভূক্ত ১৩ জন আসামী গ্রেফতার করা হয়েছে। ১৪ডিসেম্বর তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো আশাশুনি উপজেলার আঃ সবুর, মমতি মোল্যা,আক্তার মোল্যা, পিং-বাবর আলী ওরফে বাবু, মনিরুল ঢালী,মোঃ বিল্লাল হোসেন, ইলিয়াচ সরদার, ৮. মোঃ ইদ্রিস আলী, ৯. তারক দাস ,আব্দুল আলিম,. মোঃ হাকিমও মোঃ আলমগীর হোসেন

