রবিউল ইসলামঃ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ প্রাণের আত্নদানে পরাধীনতার লৌহকঠিন শৃংখল ভেঙ্গে লাল সবুজের পতাকা উড়েছে এই পলল ভুমিতে… পৃথিবীর মানচিত্রে আমরা পেয়েছি এক অনবদ্য পরিচয়। স্বাধীনতার দীপ্ত শ্লোগানে মুখরিত সেই মহান বিজয়ের মাসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সেইসব অকুতোভয় বীর সেনানী আর সম্ভ্রমহারা মা, বোনদের… যাদের অদম্য সাহস আর আত্নত্যাগের সোপান বেয়ে বিজয় এসেছে। মহান বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরনীয় দিন। জাতির গৌরবজ্জোল মহান এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক অনলাইন বাংলা প্রতিদিন-এর মাধ্যমে শ্যামনগর বাসী কে মহান বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ নিজ দায়িত্বে স্বাস্থ্য সুরক্ষা রাখার আহ্বান জানিয়েছেন।

