সমাজের আলো: রাজধানীর পল্লবীতে পুলিশের এক সার্জেন্টকে তল্লাশি করতে গিয়ে ফেঁসে গেছেন মো. আকবর হোসেন বাবু নামের এক ভুয়া পুলিশ। গত মঙ্গলবার মধ্যরাতে পল্লবীর সেকশন-১০-এর এ-ব্লক এলাকায় মসজিদ-ই-বাইতুল মামুর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটেওই ঘটনায় গতকাল বুধবার পল্লবী থানায় মামলা করেছেন ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নে (মুক্তাগাছা, ময়মনসিংহ) কর্মরত ভুক্তভোগী সার্জেন্ট মো. মনিরুল হাসান।advertisement মো. মনিরুল হাসান জানান, কর্মস্থল থেকে সাত দিনের ছুটি নিয়ে গত রোববার পল্লবীর ১২ নম্বর সেকশন এলাকার বাসায় যান তিনি। গত মঙ্গলবার রাতে মিরপুর-১০ শাহ্ আলী মার্কেটে কেনাকাটা শেষে রিকশাযোগে বাসায় ফিরছিলেন মনিরুল। মঙ্গলবার রাত ১২টার দিকে পল্লবীর ১০ নম্বর সেকশন এলাকায় মসজিদ-ই-বাইতুল মামুর জামে মসজিদের সামনে আসতেই আকবর হোসেন তার রিকশা থামিয়ে নিজেকে পুলিশ পরিচয় দেন এবং সার্জেন্টকে জোর করে রিকশা থেকে নামিয়ে দেহ তল্লাশি করার চেষ্টা করেন। এ সময় সার্জেন্ট মনিরুল হাসান নিজেকে পুলিশ পরিচয় দিয়ে তার পরিচয়পত্র দেখান এবং আকবরের পরিচয়পত্র দেখতে চান। পরে বেগতিক অবস্থার মধ্যে পড়ে পালানোর চেষ্টা করেন আকবর। এ সময় আশপাশের লোকজনের সাহায্যে দৌড়ে তাকে ধরে ফেলেন সার্জেন্ট মনিরুল হাসান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পল্লবী থানা পুলিশকে বিষয়টি জানান তিনি। খবর পেয়ে পল্লবী তানা পুলিশ আকবর হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

 
			 By নয়ন মন্ডল, সহ-সম্পাদক
   By নয়ন মন্ডল, সহ-সম্পাদক