সমাজের আলো: নিঃসন্তান বন্ধ্যা নারীরা গোঁসাইজীর আশ্রমের অক্ষয়তলা নামক স্থানে বটগাছের নিচে সদ্যস্নান শেষে ভেজা কাপড়ে বসে আঁচল বিছিয়ে সন্তান লাভের জন্য ভিক্ষা চাইছেন। এসময় যদি গাছের ফল বা পাতা তাদের আঁচলের ওপর পড়ে- তাহলে নিঃসন্তান নারী সন্তান লাভ করবে। এমনই বিশ্বাস নিয়ে অনেক বন্ধ্যা নারী ভীড় করছে নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের গোঁসাইজীর আশ্রমে। সরজমিনে গিয়ে দেখা যায়, ওই বটগাছের নিচে চারজন নারী ভক্ত চাদর বিছিয়ে গাছ থেকে পাতা পড়ার অপেক্ষায় রয়েছেন।

