আজহারুল ইসলাম সাদীঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কেন্দ্রীয় ঘোষিত মুজিব বর্ষের কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের জন্য সাতক্ষীরা জেলায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর-২০২০) সকাল সাড়ে ১১ টায় দলের জেলা কার্যালয়ে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক নির্মল কুমার দাসের সভাপতিত্বে, প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামুলক বক্তৃতা করেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট আল মাহমুদ পলাশ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি শফি উদ্দীন মাষ্টার, মোঃ ইমাম হোসেন, যুগ্ন-সাধারণ সস্পাদক আহসান হাবিব ও মনোরঞ্জন বন্ধ্যোপধ্যায়, সাংগঠনিক সম্পাদক মোছাক সরদার, আব্দুর রহমান, কৃষি ও সমবায় সম্পাদক শংকর মিস্ত্রী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজহারুল ইসলাম সাদী, মহিলা সম্পাদক সাবিনা খান চৌধুরী, সহ- সম্পাদক যথাক্রমে দেবাশিষ সরকার, সজীব ঘোষ, নাজমা খাতুন, মনিরা খাতুন, শাহিদা আক্তার, নির্বাহী সদস্য যথাক্রমে আবুল খায়ের, রওশনারা বেগম, অজিত কুমার ঘোষ, গোলাম এজদান, মনিরা বেগম, সাহিদা বেগম, সদর উপজেলা সহ-সভাপতি প্রভাষক আবুল খায়ের, যুগ্ন-সাধারণ সম্পাদক মাষ্টার খায়রুজ্জামান শামিম, সহ-সাংগঠনিক সম্পাদক শংকর দাশ, কালিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক বিক্রম পদ, সহ সাংগঠনিক সম্পাদক টি এম নূর ইসলাম, দেবহাটা উপজেলা যুগ্ন-সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন মন্ডল, পৌর সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, আল মামুন শান্ত প্রমুখ। সভায় মুজিব বর্ষের কর্মসূচির অংশ হিসেবে আগামী ৯ জানুয়ারী-২০২১ বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের ১৮তম বর্ষে পদার্পনে কেন্দ্রীয়ভাবে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নানান কর্মসূচি উদযাপন করবার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়।

