সমাজের আলো: বন্ধু-বান্ধব, পরিবারের সঙ্গে গাড়িবহর নিয়ে কনের বাড়ি যাচ্ছিলেন বরযাত্রী। সারা রাত কনকনে ঠাণ্ডায় এক ঠিকানা থেকে আরেক ঠিকানায় ঘুরতে হয়েছে তাদের। বকিন্তু গন্তব্যে পৌঁছেও মেলেনি কনের বাড়ি। অবশেষে বিয়ে না করেই ফিরে যেতে হয়েছে তাদের।ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মাও এলাকায়। গত ১০ ডিসেম্বর এ ঘটনা ঘটে। একেবারে তন্নতন্ন করে গোটা শহর রাতভর খুঁজলেও মেলেনি কনের বাড়ি। পরে ক্ষিপ্ত হয়ে তারা ফিরে যান।

