সমাজের আলো: ভাস্কর্যের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘ভাস্কর্য একটি দেশের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে।’ আজ শনিবার দুপুরে রাজধানীর বেইলী রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।দেশের বর্তমান রাজনৈতিক সম্পর্কে ড. কামাল বলেন, ‘ঘুষ, দুর্নীতি, বিদেশে অর্থপাচারসহ নানা ঘটনার মধ্য দিয়ে দেশ আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। বর্তমানে দেশে অস্বস্তিকর রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান। এর থেকে উত্তরণের জন্য দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধের চেতনার গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’গণফোরামের সভাপতি জানান, গণফোরামে এখন আর কোনো ভুল বোঝাবুঝি নেই। আগামী ৯ জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী করণীয় জানানো হবে। তিনি বলেন, ‘ঘুষ দুর্নীতির বিরুদ্ধে আমরা জনগণকে নিয়ে মাঠে কাজ করব। এ জন্য সমাবেশ কর্মী সভা করব। ৯ জানুয়ারি কাউন্সিলে সব জানানো হবে।’




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *