সোহরাব হোসেন সবুজ: সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার, সাতক্ষীরার মা, মাটি ও মানুষের সন্তান, পুলিশের অতিরিক্ত ডিআইজি, বর্তমান র্যবের (RAB) হেডকোয়াটার ট্রেনিং বিভাগের পরিচালক চৌধুরী মঞ্জুরুল কবিরের শীতবস্ত্র বিতরণ হয়েছে। রোববার বিকালে রাজবাড়ীর বালিয়াকান্দি সদর উপজেলায় শতাধিক অসহায় নৃ-গোষ্ঠির মধ্যে বস্ত্র ও কম্বল বিতরণ হয়েছে। এই সহযোগিতা পেয়ে দরিদ্র পরিবার গুলো খুশি ও আনন্দিত হয়েছে বলে জানা যায়। চৌধুরী মঞ্জুরুল কবিরের পক্ষে এসব বস্ত্র বিতরণেের সময় উপস্থিত ছিলেন বালিয়াকান্দি সদর উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক গোরাম মোর্তবা রিজু, জিটিভির রাজবাড়ী প্রতিনিধি আশিকুর রহমান আশিক, ক্রিয়েটিভ আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা মাকছুদুর রহমান রনি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এডি.ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির জানান, পর্যায়ক্রমে আরো পাঁচটি উপজেলাতে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।
