সমাজের আলো : আখ কেনা থেকে শুরু করে চিনি উৎপাদন ও বিপণন পর্যন্ত পদে পদে দুর্নীতির বিষবাষ্প ছড়িয়ে পড়েছে ‘চিনি মিঠা, মিষ্টি মিঠা/মিঠা দুধের সর। তাহার চাইতে অধিক মিঠারে/বউয়ের হাতের চড়’- নির্মলেন্দু চৌধুরীর লেখা খুবই জনপ্রিয় একটি গানের কথা এগুলো। বলাবাহুল্য, প্রয়াত এই সংগীত ব্যক্তিত্বের রসবোধ ছিল প্রবল। তবে বাংলাদেশের সরকারি চিনিকলগুলোর পরিস্থিতি দৃষ্টে মনে হয়, তার এ গানের কথাকেও ছাড়িয়ে গেছেন মিলগুলোতে দায়িত্বশীল যারা আছেন, তারা। তাদের কাছে মিঠা ভোগ্যপণ্য চিনির চেয়েও বেশি মিঠা হয়ে গেছে দুর্নীতি। আখ কেনা থেকে শুরু করে চিনি উৎপাদন ও বিপণন পর্যন্ত পদে পদে দুর্নীতির বিষবাষ্প ছড়িয়ে পড়েছে। এ ছাড়া যন্ত্রপাতি মেরামত ও কেনাকাটা, আখ থেকে পর্যাপ্ত পরিমাণে চিনি না পাওয়া, চিনি রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হওয়া, যথা সময়ে আখচাষির প্রাপ্য অর্থ পরিশোধ না করা, দক্ষ জনবলের অভাব ইত্যাদি কারণে রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোতে বাড়ছে লোকসানের বোঝা। গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে পাহাড়সম ব্যাংক ঋণের সুদ, অপ্রয়োজনীয় জনবলের বেতনভাতা, যাচ্ছেতাই ব্যবস্থাপনাসহ আরও অনেক কারণ। সব মিলিয়ে দেশের চিনি উৎপাদন শিল্পের খাত এখন আছে লাইফ সাপোর্টে। এ খাতের সঙ্গে সংশ্লিষ্টরা এমনটাই মনে করছেন। ইতোমধ্যেই রুগ্নশিল্পে পরিণত হয়েছে এ খাত। কলগুলোর কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের বেতনভাতা অনিয়মিত হয়ে পড়েছে অনেক আগেই। এ ছাড়া আখচাষিরা যথাসময়ে মিলগুলোতে তাদের ফসল বিক্রির টাকা না পাওয়ায় আখচাষে নিরুৎসাহিত হয়ে পড়ছেন। সার্বিক পরিস্থিতিতে সরকারি চিনিকলগুলোর ভবিষ্যৎ নিয়ে অনেকেই শঙ্কিত।

