সমাজের আলো: বরিশালের মুলাদী উপজেলার চর বাটামারা গ্রামে ঝাঁড়ফুঁক করার ছলে তৃতীয় শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের অভিযোগে হুমায়ুন কবির সরদার নামে এক ভন্ড কবিরাজকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে আসামি হুমায়ুনকে কারাগারে প্রেরণ করে পুলিশ। হুমায়ুন সফিপুর ইউনিয়নের ব্রজমোহন গ্রামের মৃত জয়নাল সরদারের ছেলে। একই সাথে চর বাটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর নির্যাতিত ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করে পুলিশ

