যশোর অফিস : র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা সোমবার রাতে যশোরের চৌগাছা উপজেলার ইছাপুর গ্রামের লালের ভাটার সামনে থেকে ৪১ বোতল ফেনসিডিলসহ সোহাগ হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে চৌগাছা উপজেলার হুদাপাড়া গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে। র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকস দল সোমবার রাত পৌনে ৯ টার পর গোপন সূত্রে খবর পেয়ে উক্ত ভাটার সামনে থেকে সোহাগ হোসেনকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ৪১ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে তাকে চৌগাছা থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করে

