সমাজের আলো : বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আবহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল পরিচালিত ইসলামী হাসপাতাল থেকে নার্স সুলতানা আক্তার রিপাকে (২৭) ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বেসরকারি ওই হাসপাতালের দ্বিতীয় তলা থেকে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করে।গ্রেপ্তার সুলতানা আক্তার রিপা বগুড়া সদরের চাঁদমুহা গ্রামের রুহুল আমিন রবিনের স্ত্রী। সুলতানা কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নার্সিং বিষয়ে প্রশিক্ষণ নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে ইসলামী হাসপাতালে নার্সের চাকরি করছিলেন।

