মোঃ রাহাতুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ- প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরা’র নির্বাচন সম্পন্ন,সভাপতি কেয়া সাধারণ সম্পাদক গোলাম। মোঃ রাহাতুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ- ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরা’র নির্বাচনের মাধ্যমে ২০২১ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার অফিসে ভোট গ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা প্রথম আলো নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মরিয়াম কেয়া ও সাধারণ সম্পাদক মো. গোলাম হোসেন। এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রবিউল ইসলাম, শুব্রত হালদার, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাতুল ইসলাম, প্রতীক চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী, উপ-সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, নারী বিষয়ক সম্পাদক হুমাইরা ফারজানা তন্নী, পাঠচক্র সম্পাদক মৌটুসী চ্যাটার্জী, তথ্য প্রযুক্তি সম্পাদক জাহিদুর রহমান বাধন, যোগাযোগ সম্পাদক শেখ শরিফ হাসান, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, মানব সম্পদ বিষয়ক সম্পাদক আবু নাঈম, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, সাহিত্য সম্পাদক দেবাশীস বিশ্বাস, পাঠাগার সম্পাদক শেখ আকিব উল্লাহ, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক শেখ হাবিবুর রহমান , অর্থ সম্পাদক দৃষ্টি কুন্ডু, সমাজ কল্যাণ সম্পাদক বৈশাখী চ্যাটার্জী, পরিবেশ বিষয়ক সম্পাদক হাফিজা আফরোজ নিলা, ক্রিয়া সম্পাদক মোঃ আব্দুর রহিম, অনুষ্ঠান সম্পাদক শফিউল আলম , বিজ্ঞান বিষয়ক সম্পাদক মোঃ ইমরুল হাসান তুহিন, দূর্যোগ ও ত্রান সম্পাদক ইব্রাহিম খলিল । এছাড়া নতুন কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন কল্যাণ ব্যানার্জি, ডা. আবুল কালাম বাবলা, ডা. কাজী আরিফ, ওলিউর রহমান, স ম তুহিন, জাহিদা জাহান মৌ। ১লা জানুয়ারি ২০২১ তারিখে নতুন কমিটি তাদের দায়িত্ব গ্রহণ করেছেন।

