রবিউল ইসলাম জয়যাত্রা টেলিভিশন এর শ্যামনগর প্রতিনিধি: অনাথ মন্ডলকে ভূমিদস্যু বানিয়ে গত ২২ ডিসেম্বর একদল জমি দখলকারী সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এর প্রতিবাদে ২৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন শ্যামনগর রিপোটার্স ক্লাবের সহ-সভাপতি অনাথ মন্ডল। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত ২০ ডিসেম্বর রাত আনুমানিক ৩টার দিকে কতিপয় সন্ত্রাসী কাঁচড়াহাটী নন্দী গ্রামের সংখ্যালঘু পরিবারের জমিতে জোরপূর্বক ঘরবাড়ী বাঁধার চেষ্টা করে। এ সময় জমির মালিকরা বাঁধা দিলে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় কয়েকজন মারাত্মক আহত হয়। বর্তমানে একজন আশংঙ্খা জনক অবস্থা হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভিডিও ফুটেজ গ্রহন করি। এ সময় সন্ত্রাসীরা আমাকে হামলা করার চেষ্টা করলে আমি কোনরকমে ঘটনাস্থল ত্যাগ করি। উক্ত জমির সাথে আমার কোন সম্পর্ক নাই। শুধুমাত্র রিপোর্ট সংগ্রহের জন্যে ঘটনাস্থলে গিয়েছিলাম। জমি দখলকারী সন্ত্রাসীরা আমাকে ভূমিদস্যু বানিয়ে সংবাদ সম্মেলন করেছে, এছাড়া মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার চেষ্টা করছে। অনাথ মন্ডল টেলিভিশন সহ দৈনিক গ্রামের কাগজ এবং কয়েকটি অনলাইন পত্রিকায় শ্যামনগর উপজেলায় কর্তব্যরত আছে। এ ঘটনায় সে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *