সমাজের আলো : গণধর্ষণের শিকার এক তরুণী থানায় অভিযোগ জানাতে গিয়ে সেখানেই ফের ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সংবাদমাধ্যমে এ কথা জানান ওই তরুণী। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের শাহাজানপুর এলাকায়। ওই তরুণীর অভিযোগ, বুধবার (২৩ ডিসেম্বর) এফআইআর দায়ের করতে ব্যর্থ হওয়ার পর তিনি শাহাজানপুর থানার পুলিশ অফিসার অবিনাশ চন্দ্রের সঙ্গে দেখা করেন। তরুণীর কাছ থেকে সবকিছু শুনে ওই পুলিশ অফিসার তদন্তের নির্দেশ দিয়েছেন।

