সমাজের আলো: জঙ্গিবাদ অথবা উগ্রবাদ নিয়ন্ত্রণ ও নির্মূলের ক্ষেত্রে বিশেষজ্ঞরা একটি কথা খুব জোর দিয়েই বারবার বলে আসছেন- শুধু অভিযান পরিচালনা করে এটি ঠেকানো যাবে না। কারণ এটি একটি আদর্শিক লড়াই। মগজ ধোলাইয়ের মাধ্যমে টার্গেট ব্যক্তিকে উগ্রবাদের অন্ধকার পথে নিয়ে যাওয়া হয়। তাই অভিযানের পাশাপাশি ডি-রেডিক্যালাইজেশনের (উগ্রতা দূরীকরণে বিশেষ শিবির) মাধ্যমে কথিত সেই আদর্শিক বিষয়কে মোকাবিলা করতে হবে। মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে জঙ্গিবাদকে। সে লক্ষ্যেই এবার বিশ্বের বিভিন্ন দেশের আদলে বাংলাদেশেও প্রাতিষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ডি-রেডিক্যালাইজেশন ইউনিট। বিশেষায়িত এ ইউনিট উগ্রবাদে জড়িয়ে পড়া ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কাজ করবে। তবে এ সুযোগ মিলবে নির্দিষ্ট একটি সীমা পার হওয়ার আগ পর্যন্ত। ওই সীমা পার হলে তার জন্য আইনিব্যবস্থা অবধারিত।

