বিদেশের খবর: ভারতের কেন্দ্রীয় সরকার তৃতীয় দফার লকডাউন ঘোষণা করল। ভারতজুড়ে বাড়ল লকডাউনের মেয়াদ। আরো ২ সপ্তাহ অর্থাৎ ১৭ মে পর্যন্ত চলবে এই লকডাউন পরিস্থিতি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে এমনটাই জানা গেছে।জানানো হয়েছে, আগামী ১৭ মে পর্যন্ত বন্ধ থাকবে রেল, বিমান, আন্তঃরাজ্য বাস পরিষেবা। স্কুল, কলেজসহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ রাখা হবে। পাশাপাশি বন্ধ রাখা হবে রেস্তরাঁ, বার, শপিংমলও। মেডিক্যাল শপ, পাড়ার মুদিখানাতে ছাড় থাকবে। তবে মানতে হবে সামাজিক দূরত্ব।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী, এই সময়সীমায় যে কোনোরকম ধর্মীয়, আনুষ্ঠানিক জমায়েতেও নিষেধাজ্ঞা থাকছে। যদিও এই সময়ে বিভিন্ন জোনে বেশ কিছু ক্ষেত্রে ছাড়ার কথা ভাবা হচ্ছে। রেডজোনে সুনির্দিষ্ট কিছু ছাড় থাকবে।

নির্দেশিকায় জানানো হয়েছে জরুরি প্রয়োজন ছা়ড়া সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত কোনো ব্যক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে না।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *