সমাজের আলো: কলারোয়ায় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহওে হামলা মামলার যুক্তিতর্কের জন্য ১৯ জুন দিন ধার্য করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম মো. হুমায়ুন কবীর বুধবার এ দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষে শুনানীতে অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবী এড. পারভেজ আলম খান, জজ কোর্টের পিপি এড. আব্দুল লতিফ, সাবেক পিপি ও বর্ষীয়ান আইনজীবী এড. এসএম হায়দার আলী, সাবেক পিপি এড. তপন কুমার দাস, সাবেক পিপি এড. ওসমান গনি, এড. শহীদুল ইসলাম পিন্টু, অতিরিক্ত পিপি এড. সৈয়দ জিয়াউর রহমান, এড. রেজাউদ দৌলা সবুজ প্রমুখ। আসামীপক্ষে শুনানীতে অংশ নেন বাংলাদেশ হাইকোর্টের এড. শাহানারা আক্তার বকুল, এড. আব্দুল মজিদ(২), এড. মিজানুর রহমান পিন্টু, এড. কামরুজ্জামান ভুট্টো প্রমুখ। মামলার কার্যক্রম শুরুতেই রাষ্ট্রপক্ষে এড. পারভেজ আলম খান ও পিপি এড. আব্দুল লতিফ ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা ও পরবর্তীতে পুলিশ মামলা না নেওয়া, আদালতের নির্দেশে পুলিশ মামলা নিলেও ঘটনা মিথ্যা বলে আদালাতে চুড়ান্ত প্রতিবেদন দেওয়া, আদালতে না রাজি ও রিভিশন খারিজ হওয়াসহ তৎকালিন চারদলীয় জোট সরকারের আমলে রাষ্ট্রীয় পরিস্থিতি সম্পর্কে আদালতকে অবহিত করেন। এরপরপরই বাংলাদেশের সুপ্রিম কোর্টের অতিরিক্ত এটর্ণি জেনারেল এসএম মুনীর অসুস্থ থাকার কারণে তিনি সাতক্ষীরায় এসে যুক্তিতর্কে অংশ নিতে না পারায় ১৯ জানুয়ারি পরবর্তী দিন ধার্যের আবেদন করেন। আসামীপক্ষের আইনজীবী এড. আব্দুল মজিদ (২) ও মিজানুর রহমান পিন্টু ১৯ জানুয়ারি দিন ধার্য করলে তাদের কোন আপত্তি নেই বলায় আদালত তা মঞ্জুর করেন। একইসাথে ওই দিন যুক্তিতর্ক শেষ করা না গেলে পরবর্তী দু’দিনে তা শেষ করা যেতে পারে বলে মতামত দেন।

