সমাজের আলো : যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি মার্কিন শীর্ষ জেনারেলের সাথে প্রেসিডেন্ট ট্রাম্প ও নিউক্লিয়ার কোড নিয়ে কথা বলেছেন। জয়েন্ট চীফ অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলির সাথে আলোচনায় স্পিকার প্রেসিডেন্টকে নিয়ে তার উদ্বেগ প্রকাশ করেন এবং আগাম সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন। যাতে ট্রাম্প মিলিটারি ও নিউক্লিয়ার পাওয়ারের কোনো প্রকার অপব্যবহার করতে না পারেন। সিএনএন এ খবর জানায় । বৃহস্পতিবার সকালে জয়েন্ট চীফ অব স্টাফের সাথে আলোচনার পর এক পত্রে ন্যান্সি বলেন, আমেরিকার জনগণ ও গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে আমরা সম্ভাব্য সবকিছু করবো। আর প্রেসিডেন্ট ট্রাম্প যাতে কোন পদক্ষেপ নিতে না পারেন সেটা নিশ্চিত করবো। তিনি প্রায় ৫০ বছর আগের উদাহরণ টেনে বলেন, যেভাবে রিপাবলিকান আইনপ্রণেতারা প্রেসিডেন্ট নিক্সনকে বলেছিলেন, মিস্টার প্রেসিডেন্ট এখন যাওয়ার সময় হয়েছে। ঠিক একইভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের কার্যক্রম বন্ধ করতে কংগ্রেসের রিপাবলিকান নেতৃত্বকে একই পন্থা অনুসরণ করার আহ্বান জানান। পেলোসি আইনশৃংখলা রক্ষাকারীদের ধন্যবাদ জানান। ক্যাপিটল পুলিশের অফিসার ব্রায়ান সিকনিকের মৃতুতে সমবেদনা প্রকাশ করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *