সমাজের আলো: সাতক্ষীরায় দেশের দরিদ্র জনগোষ্ঠীর মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের এক কোটি ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রকল্পের সদস্যদের অভিযোগ, তাদের না জানিয়ে তাদের নামে প্রকল্পের ওই টাকা ঋণ দেখিয়ে আত্মসাৎ করেছেন কর্মকর্তারা। সাতক্ষীরা সদরের পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক জানান, অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় অভিযুক্ত শাখা ব্যবস্থাপকসহ আটজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও পরবর্তীতে চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলায় ২০১৪ সালে শুরু হয় একটি বাড়ি, একটি খামার প্রকল্প। প্রধানমন্ত্রীর অগ্রাধিকারপ্রাপ্ত এ প্রকল্পের পরবর্তীতে নাম দেওয়া হয় ‘আমার বাড়ি আমার খামার’। সরকারিভাবে পরিচালিত হওয়ায় গ্রামে গ্রামে গড়ে উঠে এই সমিতি। সাতক্ষীরা সদর উপজেলায় এই প্রকল্পের সদস্যদের টাকা আত্মসাতের অভিযোগ উঠে। পল্লী সঞ্চয় ব্যাংকের অডিটে প্রকল্পের টাকা আত্মসাতের সত্যতাও পাওয়া যায়। এ প্রেক্ষিতে সাতক্ষীরা সদরের আটজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়। এর মধ্যে অভিযুক্ত শাখা ব্যবস্থাপক ও উপজেলা সমন্বয়কারী মেহেদী হাসান, জুনিয়র অফিসার আব্দুল মুকিত, মাঠ সহকারী রফিকুল ইসলাম ও শরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। দায়ের করা ফৌজদারি মামলায় একজনকে পুলিশ গ্রেফতারও করেছে। প্রকল্পের সদস্যদের অভিযোগ, তাদের বইতে জাল সই করে প্রকল্পের ঋণের টাকা তোলা হয়েছে। তারা বলেন, বই ফেরত দেয় না, উল্টো মাসে মাসে ২০০ করে টাকা নিয়ে যায়। বরখাস্ত হওয়া শাখা ব্যবস্থাপক ও উপজেলা সমন্বয়কারীর দাবি, প্রকল্পের টাকা তিনি আত্মসাৎ করেননি, তবে দায়িত্বে অবহেলা ছিল। সাতক্ষীরা সদরের বরখাস্ত হওয়া শাখা ব্যবস্থাপক মেহেদী হাসান বলেন, আমি এগুলোর সঙ্গে জড়িত না তবে আমি দায়িত্বে থাকা অবস্থায় তা হয়েছে। আর বর্তমান শাখা ব্যবস্থাপক জানান, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সাতক্ষীরা সদরের পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক বিশ্বজিত সরদার বলেন, আর্থিক অনিয়মের অভিযোগে আটজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ফৌজদারি মামলা দায়ের করা হয় এবং সে ক্ষেত্রে একজন গ্রেফতার হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলায় ‘আমার বাড়ি, আমার খামার’ প্রকল্পের আড়াই হাজার সদস্যের মধ্যে প্রায় এক হাজার সদস্যের এক কোটি ২৭ লাখ টাকা আত্মসাৎ করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *