সমাজের আলো :  জেল সুপার রত্না রায় ও জেলার নূর মোহাম্মদ হলমার্ক কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত বন্দি তুষার আহমদের ‘নারীসঙ্গ’ কাণ্ডে গতকাল রবিবার সর্বশেষ প্রত্যাহার করা হয়েছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের-১ সিনিয়র জেল সুপার রত্না রায় এবং জেলার নূর মোহাম্মদকে। এ কাণ্ডে এরও আগে প্রত্যাহার করা হয় ডেপুটি জেল সুপার মোহাম্মদ গোলাম সাকলায়েন, সার্জেন্ট আব্দুল বারী ও সহকারী প্রধান কারারক্ষী খলিলুর রহমানকে। তাদের প্রত্যাহারের খবর নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসক। প্রত্যাহার পাঁচজনকে কারা সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক। জানা গেছে, প্রত্যাহারকৃত ডেপুটি জেলার গোলাম সাকলায়েনের জন্ম পাবনার সাঁথিয়ায়। তাদের পরিবারের সদস্যরাও যথারীতি সেখানেই থাকেন। কিন্তু চাকরি নেওয়ার সময় স্থায়ী ঠিকানা বদলে ঢাকা জেলা উল্লেখ করে কোটার ভিত্তিতে কারা অধিদপ্তরের চাকরি পান তিনি। ২০১২ সালে এভাবেই প্রতারণার মাধ্যমে তিনি প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা হিসেবে চাকরি গ্রহণ করেন। এর পরের বছর ধরাও পড়েন। শাস্তিস্বরূপ তাকে বদলি করা হয় ভোলা জেলা কারাগারে। তবে শাস্তিমূলক এ বদলির পর সাকলায়েন ফের কারা বিভাগের লোভনীয় পোস্টিং হিসেবে খ্যাত গাজীপুরের কাশিমপুর-১ কারাগারের গুরুত্বপূর্ণ পদ পান। কারা সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ কারা কর্তৃপক্ষসহ একাধিক গোয়েন্দা প্রতিবেদন অনুকূলে নিয়ে কোটা প্রতারণার মাধ্যমে চাকরি, নামমাত্র শাস্তিপ্রাপ্তির পর ফের গুরুত্বপূর্ণ কারাগারের গুরুত্বপূর্ণ পদে বদলি- ইত্যাদি অপকর্ম করে পার পেয়ে যাওয়ায় আরও বেপরোয়া হয়ে ওঠেন গোলাম সাকলায়েন। তাই বিপুল অর্থের ব্যাংক কেলেঙ্কারির জন্য দায়ী ও নিন্দিত প্রতিষ্ঠান হলমার্কের মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমদের সঙ্গে নারীদের বিশেষ সঙ্গের ব্যবস্থা করে দিয়ে অবৈধভাবে মোটা টাকা রোজগারে নামেন তিনি। গতকাল রত্না রায় ও নূর মোহাম্মদকে প্রত্যাহারের আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তার মন্ত্রণালয়ে দেখা করেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন। এ সময় প্রাথমিক তদন্তে উঠে আসা কাশিমপুর কারাগার-১ এর অনৈতিক ঘটনাপ্রবাহ তুলে ধরেন তিনি। এর পর সুরক্ষা বিভাগের সচিব মো. শহিদুজ্জামানের সঙ্গেও সাক্ষাত করেন কারা মহাপরিদর্শক।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *