আজহারুল ইসলাম সাদীঃ একজন খেটে খাওয়া মানুষ ছিলেন আব্দুল গফুর। ইনজুরি বসত আজ এই কর্মক্ষম মানুষ টি আগেরমত স্বাভাবিক কর্মক্ষমে সক্ষম নয়? মানুষটি পঙ্গুত্ব বরণ করায়, বদলে গেছে তার জীবনযাত্রা, গরীব অসহায় আব্দুল গফুর এখন আর আমাদের মতো দু’পায়ে ভর করে চলাচল করতে পারেন না? এক খানা পা নেই তার, তাই অন্য এক পা নিয়ে আগে অল্পসল্প কিছু কাজ করতে পারলেও সে পা টা ও ইনজুরিতে! করোনাকালীন তিনি দুঃস্বপ্নে জীবন পাড়ি দিয়ে চলেছেন, পরিবার নিয়ে সংসার চালানো দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, সময়টা কাটছে চ্যালেঞ্জের মধ্য দিয়ে। ঠিক এই সময় তার সংসারের কিছুটা হাল ধরেছেন “সেভ দ্য টুমরো” টিমের পক্ষে, শরীফ ওবায়দুল্লাহ, মুজাহিদুল ইসলাম, আরিফ হোসেন, আমিনুর রহমান নাজমুল প্রমুখ সদস্যগণ। অব্যাহত থাকুক মানবতাবাদী এই সকল মানবিক মানুষদের মানবিক কর্মকান্ড। সেভ দ্য টুমরো ফাউন্ডেশনের কর্মসংস্থান প্রজেক্ট (নবোদ্যম) এর মাধ্যমে বিভিন্ন শাক-সবজি ও মাছ বিক্রি করে কর্মসংস্থানের ব্যবস্থা করার প্ল্যান করা হয়েছে, তারা প্রায় ২৮০০ টাকার মত অর্থ সহায়তা প্রদান করেছেন, যা নিসন্দেহে প্রশংসার দাবিদার। তাকে যে, কোন মানবিক মানুষ সহায়তা করতে এগিয়ে আসার আহ্বান করা হয়েছে। সাতক্ষীরা শহরের পৌর ১ নং ওয়ার্ডের কাটিয়ার এই অসহায় আব্দুল গফুর এর মাছ ও সব্জির দোকান (আমতলা মোড়) থেকে আপনি ও সব্জি ক্রয় করেও তার খরিদ্দার হতে পারেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *