সমাজের আলো: কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৩০ জানুয়ারির কলারোয়া পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রদানের জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান। উন্নয়নের প্রতীক নৌকা এ নির্বাচনে বিজয় লাভ করুক, এটাই তাঁর প্রত্যাশা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, আমি নৌকার প্রার্থীর পক্ষে কাজ করছি, আগামীতেও করবো। একটি অনলাইন পোর্টালে তিনি নৌকার বিপক্ষে কাজ করছেন-এমন সংবাদের বিষয়ে তিনি বলেন, এটি ভিত্তিহীন তথ্য। তিনি বলেন, নৌকা পৌরসভা নির্বাচনে বিজয় লাভ করুক। এ জন্য তিনি কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, এ পর্যন্ত নৌকার কোনো প্রচার অনুষ্ঠানে তাঁকে ডাকা হয়নি। জেলা-উপজেলা নেতৃবৃন্দ তাকে আহবান করেননি। তাই সেই সব প্রচারে তিনি ছিলেন না। তবে একজন আওয়ামী লীগের নিবেদিত কর্মী হিসেবে তিনি তাঁর অবস্থানে থেকে নৌকার জন্য ভোট করছেন। আগামীতেও নৌকার জন্য তিনি ভোট করবেন বলে জানান। উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানুষের জন্য ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করেছেন। আগামী ৩০ জানুয়ারির নির্বাচন সুষ্ঠু-শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক- এমন আশাবাদ করে তিনি আবারও বলেন, আমরা সকলেই চাই পৌরসভা নির্বাচনে নৌকা বিজয় লাভ করুক। আমি নৌকার প্রার্থীর পক্ষে কাজ করছি, আগামীতেও করবো। সর্বোপরি, তিনি পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

