সমাজের আলো: সিরাজগঞ্জের তাড়াশে এনজিও’র কিস্তির টাকা পরিশোধ না করতে পেরে জাকির হোসেন শেখ (২৭) নামের এক ভ্যানচালকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার বিকেলে তাড়াশ সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পেশায় ভ্যানচালক জাকির হোসেন একটি এনজিও থেকে কিছুদিন আগে ৩০ হাজার টাকা ঋণ নেন। তারপর তিনি রিকশা চালাতে ঢাকায় চলে যান। গত মঙ্গলবার জাকির বাড়িতে আসেন। জাকিরের বাড়িতে আসার খবর পেয়ে আজ সকালে ওই এনজিও’র কর্মীরা তার কাছে কিস্তি আদায়ের জন্য আসেন এবং কিস্তির টাকা পরিশোধে জন্য চাপাচাপি করেন। তারা জাকিরকে বিকেলের মধ্যে টাকা পরিশোধের সময় বেঁধে দেন। এদিকে এনজিও’র কর্মীরা চলে গেলে বিকেলে ভ্যানচালক জাকির নিজের ঘরের দরজা বন্ধ করে গলায় রশি পেচিয়ে আত্নহত্যা করেন। এ সময় তার স্ত্রী-সন্তান কেউ বাড়িতে ছিল না। বিষয়টি বুঝতে পেরে প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তারা ঘরের ধরনার সঙ্গে লাগানো রশিতে জাকিরের মরদেহ ঝুলতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

 
			 By নয়ন মন্ডল, সহ-সম্পাদক
   By নয়ন মন্ডল, সহ-সম্পাদক