সমাজের আলো: তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা বাজারে দুঃসাহসিক গনচুরি সংঘটিত হয়েছে। ৩০জানুয়ারি দিবাগত রাতে সংগবদ্ধ চোরের দল শালিখা বাজারের অন্তত ১৪টি দোকানের তালা শিকল কেটে নগত টাকা, মনিটরসহ মালামাল চুরি করে। এসময়ে চোরেরা শালিখা বাজারের সভাপতি সাজ্জাত হোসেন সরদারের সার-কীটনাশকের দোকান, প্রভাষক এস. আর. আওয়াল এর ঔষধের দোকান, আবু হাসানের ইলেকট্রনিক্সের দোকান, আরিফুল ইসলাম খোকনের চাসহ ভ্যারাইটিস ষ্টোরে, জহুরুল ইসলামের মোবাইলের দোকান, মনিরুলের মুদিখানা, লিটনের চায়ের দোকান, আসাদুলের ফেল্ক্সিলোডের দোকান, বিশ্বজিৎ সেনের মুদিখানা, আনারুলের ফলের দোকান, আলিমুদ্দীন গাজীর কম্পিউটারেরর দোকানসহ ১৪টি দোকান থেকে নগত টাকা ও মালামালের মুল্যসহ প্রায় কোটি টাকা চুরি করে নিয়ে যায়। এসময় চোরেরা শালিখা গ্রামের শুকুর আলী গাজীর মটরভ্যানটিও নিয়ে যায়। প্রতিদিনের বৈকালিক বাজার হওয়াতে শালিখা বাজারটি অধিকরাত্র পর্যন্ত খোলা থাকে। রাতের কোন একসময়ে চোরেরা গনহারে চুরি করে। বাজারের চায়ের দোকানদার আরিফুল ইসলাম খোকন বলেন, “আমিসহ অনেক দোকানদার মিলে বহুবার বাজার কমিটির কাছে বাজারে নৈশপ্রহরীর নিয়োগের আবেদন নিবেদন করলেও তারা কর্ণপাত করেনি বিধায় আজ চোরেরা এমন ঘটনা ঘটাতে পারলো। বাজার কমিটির উদাসীনতাই আজ আমাদের পথে বসালো।” সকালে বাজারে গিয়ে দেখা যায় অনেক দোকানদার রাস্তার উপর বসে অঝোরে কাঁদছে। প্রায় সর্বশান্ত হওয়া দোকানদারগন প্রশাসনের কাছে চোর সনাক্তসহ ক্ষতিপূরণের দাবি জানান।

 
			 By নয়ন মন্ডল, সহ-সম্পাদক
   By নয়ন মন্ডল, সহ-সম্পাদক