সমাজের আলো। ।২০১৬ সালে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একের পর এক অভিযানে মেরুদণ্ড ভেঙে যায় নব্য জেএমবির। র্যাব-পুলিশের অভিযানে সংগঠনটির শীর্ষ নেতাদের গ্রেপ্তার-হতাহতের ঘটনায় নেতৃত্বে বারবার পরিবর্তন করতে হয়েছে। নেতৃত্বে এমন পরিবর্তনের কারণে সংগঠনটি নড়বড়ে হয়ে পড়ে। উপরন্তু ছিল আইন প্রয়োগকারী সংস্থার কঠোর নজরদারি। সর্বশেষ এ সংগঠনের আমির আবু আব্বাস আল বাঙালী হাফিজুল্লাহর (ছদ্মনাম) নেতৃত্বেও ফাটল ধরেছে। দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে নব্য জেএমবির শূরা কমিটিও। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের কর্মকর্তারা বলছেন, কারাবন্দি জঙ্গিদের জামিন, আর্থিক বিষয়, ফতোয়াসহ নানা ইস্যুতে জঙ্গি সংগঠনটিতে মতবিরোধ দেখা দেয়। শূরা কমিটির এক পক্ষ চায় কারাবন্দি নেতাদের মুক্ত করতে আইনি প্রক্রিয়া অনুসরণে। অন্যপক্ষ চায় প্রচলিত আইনি লড়াইয়ে না গিয়ে তাদের নীতি-আদর্শের পথে হাঁটতে। ২০১৪ সালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে তিন শীর্ষ জঙ্গিকে যেভাবে ছিনিয়ে নেওয়া হয় সেই প্রক্রিয়া অনুসরণ করতে। এ নিয়েই জানুয়ারির প্রথম সপ্তাহে মতবিরোধ দেখা দেয়। এর সঙ্গে যুক্ত হয়েছে আর্থিক বিষয়সহ আরও বেশ কিছু ইস্যু। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নব্য জেএমবির সর্বশেষ আমির আবু আব্বাস আল বাঙালী। আর শূরা কমিটির সদস্য হলেন আবু আমের আল বাঙালী, আবু রুহাম আল বাঙালী, আবু আদনান আল বাঙালী, আবু দুজানাহ আল বাঙালী, আবু উনায়েস আল বাঙালী, আবু আহসান হাবিব আল বাঙালী।
এসবই সাংগঠনিক নাম। প্রত্যেকেরই আসল নাম-পরিচয় ভিন্ন। শূরা সদস্যদের মধ্যে আবু দুজানাহ আল বাঙালী ও আবু আহসান হাবিব আল বাঙালী হলেন আমির আবু আব্বাসের অনুগত। বাকি সদস্যরা আবু আমেরের নেতৃত্বে পরিচালিত হচ্ছেন। আবু আব্বাসসহ শূরা কমিটির সবাই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থান করছেন। সেখান থেকেই অনলাইনে সংগঠন পরিচালনা করে থাকেন। বাংলাদেশে অবস্থানরত সদস্যদের সাংগঠনিক দিকনির্দেশনা দেন। কিন্তু নেতৃত্বে ফাটল ধরায় এখন দ্বিধায় পড়েছেন বাংলাদেশে থাকা নব্য জেএমবির বিভিন্ন পর্যায়ের সদস্য। সিটিটিসির উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, তারা নব্য জেএমবির শূরা সদস্যদের কর্মকা- নজরদারিতে রেখেছেন। তাদের অবস্থান শনাক্ত করা হয়েছে। ইন্টারপোলের সহায়তায় তাদের দেশে আনার চেষ্টা চলছে বলেও পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। আবু আব্বাসের আগে নব্য জেএমবির আমির ছিলেন আবু মোহাম্মদ। গত বছরের সেপ্টেম্বর থেকে নব্য জেএমবির শূরা কমিটির ভেতরে দ্বন্দ্ব শুরু হয়। জানুয়ারির প্রথম সপ্তাহে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। আবু মোহাম্মদের আগে নব্য জেএমবির আমির ছিলেন আকরাম হোসেন নীলয়। গুলশানের হলি আর্টিজানে হামলার আগে-পরে ঢাকার গুলশান, ধানমন্ডি ও মহাখালীতে অবস্থাররত জঙ্গিবাদে উদ্বুদ্ধ তরুণদের প্রতিটি দলের সঙ্গে আকরাম হোসেন খান নিলয়ের যোগাযোগ ছিল। ২০১৭ সালের ১৫ আগস্ট আওয়ামী লীগের শোক দিবসের র্যালিতে আত্মঘাতী বোমা হামলা চালাতে চেয়েছিলেন আকরাম হোসেন নীলয়। কিন্তু হোটেল ওলিওতে ভয়াবহ বিস্ফোরণ ও এক জঙ্গি আত্মঘাতী হওয়ায় ঘটনায় তাদের সেই পরিকল্পনা ভেস্তে যায়।
এ ছাড়া শাহজালাল বিমানবন্দরের গোল চত্বরে আত্মঘাতী বোমা বিস্ফোরণ, নির্মাণাধীন র্যাব সদর দপ্তরের বোমা বিস্ফোরণ আকরাম হোসেন নীলয়ের ছক মেনেই সম্পন্ন হয়। আকরাম হোসেন নীলয়ের আগে নব্য জেএমবির আমির ছিলেন মাইনুল ইসলাম মুসা। ২০১৭ সালের মৌলভীবাজারের বড়হাটের জঙ্গি আস্তানায় পুলিশি অভিযানে নিহত হন এ জঙ্গি। মুসার সঙ্গেও নীলয়ের গভীর যোগাযোগ ছিল। এ ছাড়া হলি আর্টিজানে হামলার মূল পরিকল্পনাকারী তামিম চৌধুরীর সঙ্গেও বিভিন্ন সময়ে দেখা করেছেন নীলয়। ২০১৮ সালের মার্চে বগুড়া থেকে গ্রেপ্তার হন আকরাম হোসেন নীলয়। এই আকরাম হোসেনসহ আরও বেশ কয়েক ‘থিংকট্যাংক’খ্যাত নেতাকে কারামুক্ত করতে চায় সংগঠনটির শূরা কমিটি। তবে কারামুক্ত করার পদ্ধতি নিয়ে নব্য জেএমবির নেতৃত্বের কোন্দল চরমে। এক পক্ষ আরেক পক্ষকে তাদের ভাষায় খারিজ করেছে। নব্য জেএমবিকে সংগঠিত করতে এখনো তৎপর রয়েছেন পেছনের অনেক কুশীলব। এ জন্য চলছে অর্থ সংগ্রহ, অনলাইনে নতুন সদস্য সংগ্রহসহ নানা কার্যক্রম। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও নজরদারির কারণে তারা সুবিধা করতে পারছেন না। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে নব্য জেএমবির কাছে এখনো অর্থ আসে। কারাবন্দি জঙ্গিরা বাইরে থাকা নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে নানা কৌশলে।

