সমাজের আলো: গর্ভধারিণী মা ও ভাবিকে কুপিয়ে খুন করেছে সাইফুল নামে এক যুবক কলেজছাত্রী ভাতিজিকে অনৈতিক প্রস্তাব দিয়ে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পুজকরা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে সাইফুল ইসলাম। পরিবার সাইফুলকে এড়িয়ে সেই ছাত্রীকে বিয়ে দিতে চেয়েছিল। গতকাল তার বিয়ের প্রস্তাবও এসেছিল। কিন্তু সেটা মেনে নিতে পারেনি সাইফুল। গতকাল ভাতিজির বিয়ের প্রস্তাব আসার খবর শুনে সে তার গর্ভধারিণী মা ও ভাবিকে কুপিয়ে খুন করেছে। গতকাল দুপুরে উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের পুজকরা গ্রামের আজিজুল হকের বাড়িতে এই জোড়া হত্যাকাণ্ড ঘটেছে। নিহতরা হলেন আজিজুল হকের মা নুরজাহান ও স্ত্রী নুরুন নাহার। ঘটনার পরপরই স্থানীয়রা সাইফুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। নিহত নুরুন নাহারের মেয়ে কলেজছাত্রী আঁখি আক্তার জানান, হঠাৎ করে সৎ নাতি সাইফুল তার দাদিকে কোপাতে শুরু করেন। তার মা (নুরুন নাহার) এগিয়ে এলে তাকেও বঁটি ও ছুরি দিয়ে কোপান। একপর্যায়ে দুজনকে গলা কেটে হত্যা করেন সাইফুল। নিহত নুরুন নাহারের স্বামী আজিজুল হক জানান, তার সৎভাই সাইফুল। সে দীর্ঘদিন ধরে আঁখিকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। তার কুনজর থেকে মেয়েকে রক্ষা করতেই আঁখির বিয়ের কথা ভাবা হচ্ছিল। আজ (গতকাল) আঁখির বিয়ের প্রস্তাব এসেছিল। এটা জানার পর সাইফুল মা ও স্ত্রীকে কুপিয়ে খুন করে। স্থানীয় ইউপি মেম্বার দেলোয়ার হোসেন ও শাহাজান বলেন, সাইফুল বখাটে, সে তার ভাতিজিকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হয়েছিল।

