স্টাফ রিপোর্টার: ব্যক্তিগত স্বার্থে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ সাতক্ষীরার ফান্ডের লক্ষাধিক টাকা আত্মসাৎ করে ক্ষ্যান্ত থাকেননি মনির; নিজের অপকর্ম ধামাচাঁপা দিতে সংগঠনের একাধিক সদস্যদের স্বাক্ষর জাল করে আগামী ৩ বছরের জন্য নতুন কমিটি গঠন করেন। ওই গঠিত কমিটির স্ব-ঘোষিত সভাপতিও তিনি। এতে করে ভন্ড মনিরের স্বেচ্ছারিতায় নাজেহাল ও বিব্রত সংগঠনের একাংশের কর্মীরা। জানা যায়, পকেটে টাকা নেই। অথচ বিশ্ববিদ্যালয় পড়–য়া ছাত্র মনির। লেখাপড়া শেষে কোনো কাজ না পেয়ে সাহিত্যের নামে ভন্ডামির ব্যবসা শুরু করে। প্রথমে ব্যবসা ভালোই চলছিল। ২০০০ সালে সেই ব্যবসা লাটে উঠে গিয়েছিল। তখন রাজধানী ছেড়ে মনির নিজ গ্রামের বাড়িতে চলে আসে। এবং কিছুদিন পরে জেলা শহরে পূর্বের ব্যবসা শুরু করার পরিকল্পনা করেন। সেই সময়ে সীমান্ত এলাকা সংলগ্ন বিএনপির এক প্রভাবশালী নেতার হাতে-পায়ে ধরে তার (বিএনপি নেতা) গড়া কলেজে সমাজকর্ম বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন তিনি। এর কয়েক বছর পরে নামের আগে শিক্ষার সাইনবোর্ড ঝুলিয়ে ব্যবসায়িক ও ব্যক্তিগত স্বার্থে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ব্যবহার করে মনির রমরমা সাহিত্য ব্যবসা করার উদ্দেশ্যে বঙ্গবন্ধু আব”ত্তি পরিষদ সাতক্ষীরা নামে একটি সাহিত্য সংগঠন গড়ে তোলে। ওই সময়ে তিনি সংগঠনের স্ব-ঘোষিত সভাপতিও সেজেছিল। তখন থেকে সংগঠনের নামে প্রত্যেক বছর বরাদ্দকৃত সরকারি অনুদানের টাকা নিজে তুলে আত্মসাৎ করতে থাকেন। তার কর্মকা- শুধু এখানেই শেষ নয়; মুজিববর্ষে লাখোপতি হওয়ার মিশন বাস্তবায়ন করতে গত ২০ ডিসেম্বর ২০২০ সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে কয়েকজন ব্যক্তিকে চা খাওয়ার দাওয়াত দিয়ে মনির ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। কমিটি গঠনের মতো একটি গুরুত্বপূর্ণ এজেন্ডাকে গোপন রেখে নিছক চা খাওয়ার আহবান জানিয়ে কতিপয় সদস্যদের ডেকে নিয়ে মিটিং দেখানোর উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ। আর তা সংগঠনের গঠনতন্ত্রের পরিপš’ী তো বটেই। এছাড়াও সংগঠনের রেজুলেশনে একটি কথিত কার্যনির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের সভার বিষয়টি লিপিবদ্ধ করেন। ওই লিপিবদ্ধকৃত রেজুলেশনে যে সকল ব্যক্তির নামের স্বাক্ষর উপ¯ি’তির তালিকায় ছিল তাদের অধিকাংশ ব্যক্তিই নতুন। তারা কখনও সংগঠনের কোনো অনুষ্ঠানে পূর্বে আসেনি এবং পূর্বের কমিটিতেও তাদের নাম ছিল না। অথচ ওই দিন রেজুলেশনে লিপিবদ্ধ কমিটির তালিকায় যাদের নাম স্বাক্ষর করিয়ে নিয়েছিল মনির; তাদের অধিকাংশ ব্যক্তির স্বাক্ষর উপ¯ি’তির তালিকার স্বাক্ষরের সাথে নেই কোনো মিল। সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা যায়, প্রত্যেক বছর সংগঠনের নামে ২০ হাজার টাকা করে সরকারি অনুদানের বরাদ্দ আসে। ওই বরাদ্দকৃত টাকা সংগঠনের কোনো সদস্যকে না জানিয়ে মনির নিজে তুলে আত্মসাৎ করেন। যার স্মারক নংঃ ২০১৫ সালের ১৯ আগষ্ট বা/শি/এ/ডিজি/বিবিধও-০৬/২০১৫/৪৮৪ নং স্মারকে সাতক্ষীরা জেলার ৮ টি সাহিত্য ও সংস্কৃতিক সংগঠনের মধ্যে ৫ নং ক্রমিকে বঙ্গবন্ধু আব”ত্তি পরিষদ সাতক্ষীরার নাম লিপিবদ্ধ ছিল। ২০১৬ সালের ১২ জুন ৪৬.১০.০০০০.১১৬.৩৯.০০২-৮-২০১৫/২২৮ নং স্মারকে ৯ টি জেলার ৬৯াট সাহিত্য ও সংস্কৃতিক সংগঠনের মধ্যে সাতক্ষীরার ৯টি সংগঠনের মধ্যে ৪৪ নং ক্রমিকে বঙ্গবন্ধু আব”ত্তি পরিষদ সাতক্ষীরার নাম লিপিবদ্ধ ছিল। ২০১৭ সালের ১২ জুন ৪৩.১০.০০.০০০০.১১৬.৩৯.০০২.১৫/৭৪ নং স্মারকে ১০ টি জেলার ৭৬ টি সাহিত্য ও সংস্কৃতিক সংগঠনের মধ্যে সাতক্ষীরার ১০ টি সংগঠনের তালিকায় ৩৬ নং ক্রমিকে বঙ্গবন্ধু আব”ত্তি পরিষদ সাতক্ষীরার নাম লিপিবদ্ধ ছিল। ২০১৮ সালের ২৭ মে ৪৩.০০.০০০০.১১৬.০২.০৩৪.১৭.৩৯ নং স্মারকে সাতক্ষীরার ১৭ টি সাহিত্য ও সংস্কৃতিক সংগঠনের মধ্যে ৬ নং ক্রমিকে বঙ্গবন্ধু আব”ত্তি পরিষদ সাতক্ষীরার নাম লিপিবদ্ধ ছিল। ২০১৯ সালের ২৩ মে ৪৩.০০.০০০০.১১৬.০২.০৩৪.১৭.৩৯ নং স্মারকে সাতক্ষীরার ১৮ টি সাহিত্য ও সংস্কৃতিক সংগঠনের মধ্যে ৬ নং ক্রমিকে বঙ্গবন্ধু আব”ত্তি পরিষদ সাতক্ষীরার নাম লিপিবদ্ধ ছিল।

			