রবিউল ইসলামঃ সে এক সময়ের সেনাবাহিনীর সদস্য অপকর্মের ফলে চাকরি হারিয়ে বর্তমানে ভূয়া ডাক্তার নামে পরিচিত বাবলুর রহমান এখন এলাকার চিহ্নিত দালাল। তার অত্যাচারে এলাকা বাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ প্রতারণা চাঁদাবাজি অনৈতিক কার্যকলাপ সহ মানুষ কে মিথ্যা মামলায় হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে একাধিক ব্যক্তি জনান দালাল বাবলু এক সময়ের বি এন পি জামায়াতের অনুসারী রাতারাতি আওয়ামীলীগ সেজে বিভিন্ন মানুষকে পুলিশের ভয় ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছে। যে মানুষটি তার কথা শুনছে না তাকে পুলিশ দ্বারা মান অপমান সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। এছাড়া মীরগাং গ্রামে শরীফ সরদারের পুএ প্রতিবন্ধী মোঃ রাহান আহমেদ জানান আমি একজন প্রতিবন্ধী মানুষ আমি কোন রকমে কিছু টাকা আমার বাবার কাছ থকে নিয়ে এলাকায় ছোট্ট একটি দোকান ভাড়া নিয়ে ব্যবস্যা করতাম বিকাশের।তবে আমার বয়স কম আমি বাবলু দালালকে ভালো চিনতামনা আর ও যে এতো খারাপ আমি জানতাম না। ও আমার কাছ থেকে মিষ্টি কথা বলে বিকাশে টাকা আসছে বলে তার পরিচিত এক নং টাকা সেন মানি করে নেয় ১৪৫০০ টাকা।নেওয়ার পরে আমি তাকে আমার টাকার কথা বললে সে আমাকে বলে যে আমি এক জন সেনাবাহিনীর সদস্য আমি পারিনা এমন কিছু নেই যদি বেশি কথা বলো মাদক মামলা হবে বলে আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখায়। এদিকে এলাকাবাসী আরো জানায় যে বাবলু দালাল সেনাবাহিনী থেকে অবসারে আসার পর সে সুন্দরবনের ভিতরে সেণ্টিরঘাট দিয়ে ভারতের সাথে মাদকদ্রব্য সহ বিভিন্ন রকম অবৈধ মালামাল পার করতো। ঐ সময়ে সে পার্শেখালি গ্রামের মুনছুর গাজীর মেয়ের সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করে কিন্তু ঐ নারীর অন্য আরেক জনের সাথে বিবাহিত থাকায় তার সংসার থেকে ভাগায়ে নিয়ে বিয়ে করে বর্তমানে সেই নারী তার দুই নং স্ত্রী। তার বতর্মানে এক কাঠা জমাজমি না থাকলেও সে দালালি ওচাঁদাবাজি করে রাজার হালে দিন কাটছে তার।সরেজমিনে তথ্য অনুসন্ধান কালে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মাদকসেবীর নিকট কথা হলে জানা যায় সে বেশিরভাগ সময় তার নিজস্ব বসত ঘরে বসেই ইয়াবা সেবন করে এবং মাঝে মাঝে মাদকের টাকার প্রয়োজন হলে ব্যবসাও করে থাকেন। তাই অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসীর।

