শেখ সিরাজুল ইসলাম : তালার খেশরা ইউনিয়নের শাহাপুর মোড়ল পাড়া থেকে মিশারডাঙ্গি পর্যন্ত চার কিলোমিটার সড়ক নির্মানে সিমাহিন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে তালার ঠিকাদারি প্রতিষ্ঠান বসু ট্রেডার্সের মালিক কল্যাণ বসুর বিরুদ্ধে । এই সড়ক নির্মান কাজে ব্যাবহার হয়েছে একেবারে নিন্ম মানের আমা ইট ও খোয়া। সড়ক নির্মাণে এতটাই আমা ইটের খোয়া ব্যবহার করা হয়েছে যে ভ্যান সাইকেল মোটর সাইকেলের চাকায় পিষ্ট হয়ে খোয়া ধুলায় পরিণত হয়েছে। হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে রাস্তায় ব্যবহৃত ইটের খোয়া। সড়ক নির্মাণ কাজে সড়কের নিচে যে বালির স্তর দেয়া হয়েছে তার বেশিরভাগ অবৈধ ভাবে উত্তোলন করা হয়েছে পাপুড়িয়া নদী থেকে। বর্তমানে নির্মাণাধীন এই সড়কটির ইট ও খোয়ার কাজ কাজ প্রায় শেষ পর্যায়ে। এরই মধ্যে শুরু হয়েছে ঠিকাদার কল্যান বসুর বিভিন্ন কাজের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তদন্ত। নির্মাণাধীন এই সড়কের সীমাহীন দুর্নীতি অনিয়ম সহ ঠিকাদার সড়কে ব্যবহৃত নিম্নমানের খোয়া ও খোয়ার গুড়া ডাকতে দ্রুত উপরে ভালো মানের একটি পাতলা খোয়ার প্রলেপ সহ বালি ও পানি দিয়ে সবকিছু চাপা দেয়ার জোর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। এই সড়কের নির্ধারিত নির্মাণ ব্যয়ের অর্ধেক টাকায় তিনি নির্মাণ কাজ শেষ করার চেষ্টা করছেন এমন অভিযোগও পাওয়া গেছে। এবিষয়ে সাতক্ষীরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও তালা উপজেলা প্রকৌশলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *