রবিউল ইসলাম :শ্যামনগর উপজেলা সদরের তিন নম্বর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সংরক্ষিত মহিলা আসন ৭,৮,ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ফরিদার খায়ের আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। ২৯ শে জানুয়ারি শুক্রবার তিন ওয়াডের মুরুব্বিদের উপস্থিতিতে নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করেছে নির্বাচনী আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ হারুন অর রশিদ। বিশিষ্ট ব্যবসায়ী শেখ নুরুল ইসলাম, শ্যামনগর কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসার শিক্ষক সাংবাদিক আব্দুল কাদের, সাংবাদিক কামরুজ্জামান, মহিদ আলী মিস্ত্রি, শাহজাহান আলী শেখ, আহমদ আলী ও কামরুল ইসলাম কামুর সহ বিভিন্ন এলাকা থেকে আগত মুরুব্বিগণের উপস্থিতিতে ইউপি সদস্য প্রার্থী ফরিদা খায়ের সকলের দোয়া ও সমর্থন কামনা এবং সকলকে তার পক্ষে সমর্থন দিয়ে কাজ করার আহ্বান জানান। জনপ্রতিনিধি হিসেবে না সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই।

