সমাজের আলো: শ্যামনগরের পদ্মপুকুরে আদালতের নির্দেশ অমান্য করে মৎস ঘের দখলের ঘটনা ঘটেছে। গত ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কাদের, আমজাদ ও আমির আলী বাহিনী পদ্মপুকুর মৌজার ডিএস ১২১, পিএস ২১৭, আরএস ৩৩৪, এস এ ৪৯৫ খতিয়ানের ২.৯৯ শতাংশ জমি মহামান্য হাইকোর্টের স্থিতিবস্থা আদেশ অমান্য করে দখল করে নিয়েছে। ভুক্তভোগী রেজাউল করিম গংরা অবৈধ দক্ষলের বিষয়টি শ্যামনগর থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশের কর্মকর্তা আলী সানি সংগীয় ফোর্স ও গণমাধ্যম কর্মিরা ঘটনাস্থলে পৌছালে তাদের উপস্থিতি দেখে দখল কার্যক্রম বন্ধ রাখে কাদের, আমজাদ ও আমির আলী বাহিনী। পুলিশ ও গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করলে পুনরায় দখল কার্যক্রম শুরু করে রেজাউল করিম গংদের দীর্ঘদিনের ভোগ দখলকৃত সম্পত্তি দখল করে নেয় লাঠিয়াল বাহিনী। পার্শ্ববর্তী মৎস চাষি জয়নাল আবেদিন, ভুক্তভোগী সহ স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, দখলকৃত সম্পতি দীর্ঘদিন ধরে রেজাউল করিম গংরা ভোগ দখল করে আসছে এবং কাদের দিগরদের সাথে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। সে বিষয়ে মহামান্য হাইকোর্টে বিচারাধীন অবস্থায় আছে। গত ৭ ফেব্রুয়ারি মহামান্য হাইকোর্ট সম্পত্তি স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেয়। কিন্তু সে আদেশ উপেক্ষা করে কাদের গংরা লাঠিয়াল বাহিনী নিয়ে জোরপূর্বক সম্পতি (মৎস ঘের) দখল করে নেয়। ভুক্তভোগী রেজাউল করিমগংরা নিরুপায় হয়ে মহামান্য আদালতের নির্দেশ বাস্তবায়নের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *