সমাজের আলো : কলারোয়ায় ইউএনও’র বিরুদ্ধে ’মুজিব বর্ষের গৃহ নির্মাণ অনিয়মের অভিযোগ উঠেছে। বিভিন্ন ভাটা থেকে হুমকি দিয়ে ইট নিয়েছেন। জানা যায়, জাতির জনকের জন্মশত বার্ষিকী উপলক্ষে গৃহহীনদের মাঝে গৃহ নির্মাণ প্রকল্প হাতে নিয়ছেন প্রধান ম্ত্রী শেখ হাসিনা। সরকারি বরাদ্দকৃত কলারায়া উপজলা ৬০টি ঘর বরাদ্দ করা হয়েছে। প্রতিটি ঘরের বরাদ্দ ১লক্ষ ৭২ হাজার টাকা। ঘর নির্মাণের জন্য ২০ বস্তা সিমেন্ট দেওয়া হয়েছে।ত মাত্র ১০ বস্তা সিমেন্টের সাথে ৪ টলি বালি মিশিয়ে কাজ করা হয়েছে। ভুমিহীন জানান, কাজের মান খুব নিন্মমানের। বর্তমান ঘরের কাজ বন্ধ রয়েছে কেন সেটিও বুঝত পারছি না। একই ইউনিয়নের ফাজিলকাটি গ্রামের জবেদা খাতুনের স্বামী মোহর আলী জানান, নির্মাণধীন ঘরের কাজ খুব নিন্ম মানের হয়েছে। তিনি অভিযোগ জানিয়ে বলেন এই ঘরের টয়লেটের স্লাব ব্যক্তিগতভাবে ক্রয়ের জন্য ঠিকাদার আমাক নির্দেশ দিয়েছেন। এবং নিন্ম মানের ৪টি ব্রান্ডের সিমেন্ট ঘরের নির্মাণ কাজে ব্যবহার করায় ইতোমধ্য ঘরের প্লাস্টার ধসে পড়ছে। তিনি জানান ২২ বস্তা সিমেন্ট আনা হলেও ৩ টলি বালি দিয়ে ১৫ বস্তা সিমেন্টের কাজ করায় কাজ করা হয়েছে। পুটুনী গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মনজুয়ারা খাতুন প্রধান ম্ত্রীর বরাদ্দকৃত ঘর উপহার হিসাবে পাওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ঠিকাদার কতৃক নির্মাণধীন ঘরের ভিত (পোতা)’র গভীরাতা না করে একটা ইটের উপর দেয়াল নির্মান করা হয়। চালের(ছাউনী)’র জন্য মেহগনি কাঠ ব্যবহার করার নির্দেশ থাকলেও সেটি উপেক্ষা করে নারিকেল গাছের কাঠ ব্যবহার করায় ঘরটি অবকাঠামাগত ভাবে দূর্বল হয়েছে। ঘরটি আনুমানিক ৬০ থক ৭০ হাজার টাকা ব্যয় নির্মান করায় যে কোন সময় ঘরটি ভেঙ্গে হতাহতের মতো দূর্ঘটনা ঘটতে পারে । জানা যায়, সরকারি বরাদ্দকৃত গৃহহীন মানুষের নির্মাণধীন ঘরের জন্য নায্য মূল্য ইট ক্রয়ের সরকারি টাকা বরাদ্দ থাকলেও কলারায়া উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) মৌসুমী জেরীন কান্তা ব্যক্তিগত স্বার্থে কৌশল অবলম্বন করে উপজেলা ১৯ টি ইটভাটার স্বত্বাধিকারীদের মধ্য অধিকাংশ ভাটার মালিকদের কাছ থেকে চাপ প্রয়োগের মাধ্যমে ৭ হাজার ইট অথবা নগদ ৫০ হাজার টাকার গ্রহন করেছেন। কিছু কিছু ইট ভাটার মালিকের কাছ থেকে সু- কৌশলে নায্য মূল্য না দিয়ে বাধ্যতামূলক ভাটা থেকে ইট বহন মূল্যসহ হাজার প্রতি ৬ হাজার ২শত টাকা করে ৫০ হাজার ইট ক্রয় করেছেন। যেটি ইট ভাটার মালিক আয়ুব আলী মেম্বর ক্ষোভ প্রকাশ করে বলেন ইটের বাজার মূল্য বহনসহ হাজার প্রতি ৮ হাজার টাকা । আরেক ভাটা মালিক ফারুক হোসেন জানান আমার ভাটায় পর্যাপ্ত ইট তৈরি সম্ভব হচ্ছে না বলে বাধ্য হয়ে আমি নগদ৫০ হাজার টাকা দিয়েছি যেটা অফেরৎযোগ্য। কলারোয়া কুশোডাঙ্গা ইউনিয়নের ভাটা মালিক আলমগীর হোসেন জানান ৬হাজার ইট এ পর্যন্ত দিয়েছি হাজার ইট দরবাসা গ্রামের মেহের আলীর বাড়িতে পৌঁছায়ে দিয়েছি এবং আরও ৩হাজার ইট ফাজিলকাটি জবেদার বাড়িতে দিয়েছি বাকি ১হাজার ইট দ্রুত পৌঁছে দেব,কেরালকাতা ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত রয়েট ভাটার মালিক কবির হোসেনের নিকটে ইউওনো স্যারকে কত হাজার ইট দিচ্ছেন জানতে চাইলে আক্ষেব করে বলেন করোনা ভাইরাসের কারনে আমরা ঠিকমত ব্যবসা করতে পারছিনা তার মধ্য ইট না দিলে ভাটা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে ইউওনো যা অত্যন্ত কষ্টদায়ক আমি ৭ হাজার ইট দিয়েছি বিনামূল্য। এছাড়া একাধিক ভাটা মালিকের নিকট হতে একই ভাবে ইট দেয়ার কথা রয়েছে। একাধিক সূত্র জানা যায়, এই মূল্য ইট না দিল তাদের কাউকেই ভাটা চালাত দেওয়া হবে না মর্মে ইউএনও হুমকি প্রদর্শন করেছেন। ইতোমধ্য কয়েকটি ভাটার মালিক ইউএনও’র নির্দেশনা অনুযায়ী দাবিকৃত ইট গৃহনীর্মাণের জন্য নিজ খরচে বিভিন স্ানে পোছায় দিয়েছেন। তবে এবিষয় সরাসরি মুখ খুলতে নারাজ অধিকাংশ ইট ভাটা মালিকরা। এ বিষয় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তার সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিয়ে কথা বলতে পারবেন না বলে জানিয় দিয়েছেন। বিষয়টি কলারোয়া উপজেলা বাসীর মধ্য জানাজানি হওয়ায় তীব্র আলাচনা- সমালোচনা শুরু হয়েছে। প্রসঙ্গত যেখানে মাননীয় প্রধানম্ত্রী দেশের অসহায় মানুষের গৃহ নির্মাণের জন্য ১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন সেখান কলারোয়ার ইউএনও ভাটা মালিকদর কাছ থেকে জোর পূর্বক ইট নিয়ে ঘর নির্মাণ করে দেয়ার বিষয়টি নিয়ে উপজেলা বাসীর মধ্য বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। এ কারনেই সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে সচেতন মহল মনে করেন। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মুঠোফোনে জানান,তিনি কোন অনিয়মের সঙ্গে জড়িত নন।

