সমাজের আলোঃ সংসদ সদস্য এ্যাড মুস্তফা লুৎফুল্লাহ ও তার সহধর্মিণী নাসরিন খান লিপি “অনিকদের জন্য উদ্যোগ” এর পক্ষ থেকে ১ম শ্রেণির অসহায় ও গরীব ছাত্র সোহাগ কে সহযোগিতা প্রদান করেছেন। দায়িত্ব নিয়েছেন লেখাপড়ার । সোহাগের মা তাসলিমা খাতুন হোটেলে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। করোনার কারনে তার কাজ বন্ধ হয়ে যায়।ছেলেকে দিয়ে তিনি ভ্রাম্যমাণ চা বিক্রি করাতেন। সোহাগের মা বলেন, বিষয়টি নজরে আসায় সাংসদ এ্যাড মুস্তফা লুৎফুল্লাহ তিনি আমাদের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করে তাকে এই আর্থিক সহযোগিতা ও ভবিষ্যতে তার পড়াশুনার খরচ বহন করবেন বলে আশ্বস্ত করেন।
