সমাজের আলোঃ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। রোববার রাতে রাজধানী দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস)-এ ভর্তি হওয়ার পর গঠন করা হয়েছে বিশেষ মেডিকেল বোর্ড। এ খবর দিয়ে বার্তা সংস্থা পিটিআই বলছে, গত রাতে তিনি অস্বস্তিতে ভুগছিলেন। এ সময় ৮৭ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীকে ওই হাসপাতালের কার্ডিয়াক ওয়ার্ডে ভর্তি করানো হয়। তবে তার একটি ঘনিষ্ঠ সূত্র বলেছেন, তার অন্য সব প্যারামিটার ভাল আছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। রাত ৮টা ৪৫ মিনিটের দিকে তাকে ভর্তি করানো হয়েছে কার্ডিওলজি বিশেষজ্ঞ ডা. নীতিশ নায়েকের অধীনে। উল্লেখ্য, রাজ্যসভায় রাজস্থান থেকে নির্বাচিন বর্তমান পার্লামেন্টের একজন বিরোধী দলীয় সিনিয়র নেতা তিনি।
২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৯ সালে সফলভাবে এই হাসপাতালেই তার করোনারি বাইপাস সার্জারি হয়েছিল।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *