সমাজের আলো : যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বিশ্বময়, তখন নিজের ব্যক্তিস্বার্থে বঙ্গবন্ধুর নামকে পুঁজি করে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ সাতক্ষীরা জেলা শাখা নামে সাহিত্য সংগঠন গড়ে তুলে ক্ষ্যক্ত থাকেননি বরং ওই সংগঠনের সভাপতি হিসেবে দাবিদার ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হওয়া জেলখাটা আসামী মো: মনিরুজ্জামান ওরফে মন্ময় মনির রমরমা সাহিত্য ব্যবসা চলমান রেখেছেন। সেই ব্যবসায়ের উদ্দেশ্যে ঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ সাতক্ষীরা জেলা শাখা নামে তারিখ, সময় ও স্থান বিহীন ‘দ্বিতীয় বঙ্গবন্ধু উৎসব ২০২’ এর পোস্টার ছাপিয়ে শহরের অলি-গলির দেওয়ালে লাগিয়েছেন। ঐ পোস্টারে যাদের নাম উল্লেখ রয়েছে তাদের মধ্যে অধিকাংশই জানেন না তারা অতিথি। অথচ উৎসবকে সফল করতে সোমবার সকাল প্রায় ১১ টায় ওই মনির ও তার এক সহযোগি একটি দাওয়াত কার্ড ও ফুল নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবে হাজির হয়ে নবনির্বাচিত প্রতিনিধিদের শুভেচ্ছা জানান। এরপরে বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়। সংশ্লিষ্ট সাহিত্যিকরা বলছেন, প্রেসক্লাবের প্রতিনিধিরা সার্বজনীন। তারা একজন চিহ্নিত প্রতারক, সাহিত্য ব্যবসায়ী, সাহিত্যদস্যু, সংগঠনের অর্থ তছরুপকারী ও জেলখাটা আসামীর কাছ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহন করবে তা কাম্য নয়। ইতিপূর্বে ওই মনিরের কর্মকান্ড নিয়ে সমাজের আলোতে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলেও থামছে না তার এসব কর্মকান্ড। তা বন্ধের জন্য ও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার বিগত দিনের আয়-ব্যয়ের যথাযথ হিসাব তদন্তের জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

