সমাজের আলো : আত্মহত্যার দুই মাস পর ধর্ষণের দুই মাস পর ফাঁস হওয়া ধর্ষণের একটি ভিডিও থেকে জানা গেল রংপুরের বদরগঞ্জের এক স্কুলছাত্রীর আত্মহত্যার কারণ। প্রেমের ফাঁদে ফেলে নবম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের সময় গোপনে বন্ধুকে দিয়ে ওই ভিডিও ধারণ করেছিল প্রতারক প্রেমিক। সেই ভিডিও অন্যদের হাতে চলে যাওয়ায় লজ্জা-অপমানে বিষপান করে দুই মাস আগে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায় মেয়েটি। জীবন দিয়েও ক্ষমা মেলেনি, প্রেমিক কর্তৃক ধর্ষণের সেই ভিডিও এখন হাতে হাতে ছড়িয়ে গেছে। এখন লোকলজ্জার ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন ভাগ্যাহত মেয়েটির মা। পুলিশ বলছে, মেয়েটি রংপুর মেডিক্যালে মারা গেছে। নিয়ম অনুযায়ী, এ ব্যাপারে রংপুর কোতোয়ালি থানায় একটি ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলা থাকলেও আর কোনো অভিযোগ কেউ করেনি।

