সমাজের অলো : লালমনিরহাটে প্রেমিককে বাড়িতে ডেকে নিয়ে খুঁটির সঙ্গে বেঁধে পেটানোর অভিযোগে প্রেমিকার বাবা স্কুল শিক্ষক মিজানুর রহমানকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে নির্যাতনের ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ ও ভুক্তভোগীর স্বজনরা জানান, সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের খেদাবাগ গ্রামের গুলজার হোসেনের ছেলে অনার্স চতুর্থ বর্ষের ছাত্র আবুল কালাম সনেটের (২৩) সঙ্গে একই গ্রামের দশম শ্রেণি পড়ুয়া কিশোরীর প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। কিছুদিন আগে মেয়েটি বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ওঠে। গত বুধবার (৩ মার্চ) সন্ধ্যায় প্রেমিকার বাড়ি সংলগ্ন রাস্তা থেকে পূর্বপরিকল্পিত ভাবে মেয়ের বাবা স্কুল শিক্ষক মিজানুর রহমান (৪৫), ছামিউল হক (২৩), সিদ্দিক হোসেন, কাফি মিয়া ও মন্টু মিয়াসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন প্রেমিকাকে ধরে নিয়ে বসত বাড়ির সিঁড়ির সাথে বেঁধে বাঁশের লাঠি ও রড দিয়ে বেধড়ক মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার করে প্রেমিক সনেটকে। নির্যাতনের শিকার ছাত্রের মা মোছা. সাঞ্জুমা বেগম বলেন, ‘সনেটের সাথে কিশোরীর প্রেমের সম্পর্কের জের ধরে কিছুদিন আগে বিয়ের দাবি নিয়ে বাড়িতে এসে ওঠে। আমরা এই সম্পর্ক মেনে নেই। তবে সনেট এখনো অধ্যয়নরত ছাত্র ও মেয়েটির অপ্রাপ্তবয়স্ক। সে কারণে এই প্রেমের পরিণতি বিয়ে পর্যন্ত গড়ায়নি। মেয়েকে বুঝিয়ে তার পরিবারের কাছে সোপর্দ করি। এ নিষ্ঠুর আচরণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’ লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘মামলা দায়েরের পর অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।’




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *