সমাজের আলো : লিবিয়ায় করোনা দুর্যোগসহ বিভিন্ন সমস্যার কারণে আটকে পড়া অসহায় প্রবাসীরা দীর্ঘ বছর পর দেশে ফিরতে পারবেন এমনি আশ্বস্তে বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জ্ঞাপন এবং মধ্যহৃভোজ’র আয়োজন করেন। শুক্রবার ১২ই মার্চ দুপুরে দিকে লিবিয়ার পূর্বাঞ্চল বেনগাজীস্থ সিটি ফরাস নামক এক ফ্যাক্টরির বাসভবন চত্বরে অনাড়ম্বর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফিরতি প্রবাসীদের অধিকাংশই ১০ থেকে ১২ বছর,কেউ কেউ ৫,৭,আবার কেউ দেড় থেকে দু বছর রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার যুদ্ধবিধস্থ দেশ লিবিয়ায় প্রবাস জীবন যাপন করছেন বলে জানা যায়।লিবিয়া প্রবাসী বাংলাদেশীদের চলমান জীবনে নানা কষ্ট যন্ত্রণা আর বহু সংকটের মধ্যেও ওই আনন্দঘন পরিবেশের কারন সম্বন্ধে জানতে চাইলে অনুষ্ঠানের উপস্থিত আয়োজকরা এ সংবাদকর্মীকে এক হৃদয় স্পর্শী উদৃতি দিয়ে বলেন,মানুষের জন্ম,মৃত্যু এই আসা যাওয়ার জীবনটাই চলে শুন্য হাতে।আর জন্মের পর মাতৃভুমিতে থাকতে পাসপোর্ট লাগেনা ঠিকই কিন্তু নিজ ও পরিবারের স্বচ্ছলতা আনতে নিম্নবিত্ত,নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত পরিবারের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দেশ ছেড়ে পাড়ি জমায় প্রবাসে।দীর্ঘদিন প্রবাসে থাকতে পাসপোর্ট,ভিসা একটা প্রবাসীর জন্য প্রাণ বলা চলে। অশ্রুসিক্ত চোখে আনন্দ নিয়ে মোঃ শাহজালাল নামে এক ফিরতি প্রবাসীসহ উপস্থিত অনেকেই বলেন,দীর্ঘ বছর ধরে লিবিয়ায় গা বাঁচিয়ে বিভিন্ন কাজে নিয়োজিত থাকলেও অনেকের পাসপোর্ট নেই।কারো কারো পাসপোর্ট এ্যনালগ অবস্থায় মেয়াদ উত্তীর্ণ,কারো ডিজিটাল হলেও-হারিয়ে অথবা চুরি হওয়াতে করোনাকালে বেকারত্ব ও কোনো রকম কাজের মধ্যে জিন্দা লাশের মত পড়ে রয়েছেন যুদ্ধবিধস্থ নানা অস্থিরতার ওই লিবিয়ায়।আর করোনাকালের সেই অসহায় প্রবাসীদের নানা যন্ত্রণা,কষ্ট ও দুর্বিসহ জীবনে সহযোগিতায় বরাবর আশার আলো দেখিয়ে চলেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং বাংলাদেশ দূতাবাস।দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ দূতাবাস থেকে ট্রাভেল পাস (আউট পাস)’র সু-সংবাদে দেশে ফিরতে পারব আশ্বস্ত হয়ে আজ নিজেদের এই আনন্দঘন পরিবেশ সৃষ্টি এবং দূতাবাসকে ধন্যবাদ জ্ঞাপন ও মধ্যহৃভোজ’র আয়োজন করা হয়েছে বলে জানান তাঁরা। দীর্ঘ বছর ধরে অধীরআগ্রহী ওই সকল প্রবাসীরা সেই সাথে অশ্রুসিক্ত চোখে আনন্দ নিয়ে দোয়া পূর্বক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন,তাদের পক্ষে অক্লান্ত পরিশ্রমে অসহায় প্রবাসীদের বিভিন্ন সেবায় এগিয়ে যাওয়া বেনগাজীস্থ সংগঠন,বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সকল সদস্যদের।এছাড়াও,এমন আরো অনেক আউট পাস পাওয়ার অপেক্ষায় রয়েছে প্রবাসীরা, দূতাবাস কতৃপক্ষের জন্য বলে উপস্থিত ত্রিশজনের মত আউট পাস বেনগাজীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুসংবাদের বরাতে জানান তাঁরা। সেখানকার কর্মরত প্রবাসীসহ আউট পাসে ফিরতি আগ্রহীরা সব মিলিয়ে প্রায় ৭০ জনের এক আনন্দ ও অনাড়ম্বর পরিবেশে ওই ধন্যবাদ জ্ঞাপন ও মধ্যহৃভোজ’ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির উদ্দোক্তা ও উপদেষ্টা মোহাম্মদ জাহের আলম,প্রবাসী এবং সংবাদকর্মী সরদার কালাম,অনুষ্ঠিত এলাকায় অবস্থারত বিশিষ্ট ব্যবসায়ী ও পুরাতন প্রবাসী মোহাম্মদ ফারুক হোসেন,মোহাম্মদ ফরহাদ, সানোয়ার,মামুনসহ অনেকেই।। এ সময় অসহায় প্রবাসীদের আমন্ত্রণে আনন্দে শরিক হতে পেরে শুভেচ্ছা বক্তব্যে জাহের আলম বলেন,দূতাবাস কতৃক প্রদত্ত ত্রিশজনের মত আউট পাস পাওয়া গেছে এবং আরো আশাবাদী!আমি একজন আপনাদের মত সাধারণ মানুষ আর তিনি ও তার সোসাইটি যেন এভাবে ও বাংলাদেশ দূতাবাস কতৃপক্ষের বিশেষ সহযোগিতায় মানব সেবা করতে পারেন সেই দোয়া ও আউট পাস প্রদানকারী দূতাবাসকে এবং ফ্রি ফ্লাইটের অন্যতম ব্যবস্থাকারী আন্তর্জাতিক অভিবাসন সংস্থা কতৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।সেই সাথে সাথে সকলের সহযোগিতা কামনা করেন সোসাইটির পক্ষ থেকে প্রবীণ ওই কর্নধর প্রবাসী জাহের আলম

