সমাজের আলো: ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. মেজর (অব.) আবুল মুকারিম মো. মহসীন উদ্দিন (৬৫) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (১২ মে) রাত ১১টা ২০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) করোনা ইউনিটে তিনি মারা যান।

বুধবার (১৩ মে) ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা শাহ ফুরকান উদ্দিন  এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহ ফুরকান বলেন, প্রফেসর ডা. মেজর (অব.) আবুল মুকারিম মো. মহসীন উদ্দিন ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ২০০৭ সালে যোগদান করেন। এরপর থেকে তিনি হাসপাতালের বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

তিনি বলেন, প্রফেসর ডা. মেজর (অব.) আবুল মুকারিম মো. মহসীন উদ্দিন গত ১০ দিন আগে থেকে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তখন তার নমুনা পরীক্ষা করা হলে করোনা পজিটিভ আসে। এরপর থেকে তিনি ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তিনি আরও বলেন, আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে সিএমএইচে নেওয়া হয়। মঙ্গলবার (১২ মে) রাত ১১টা ২০ মিনিটে তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা যান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *