জি এম ফিরোজ উদ্দিন,মনিরামপুর প্রতিনিধি : সবাই মিলে শপথ করি,করোনা ভাইরাস সহনশীল গ্রাম গড়ি,এই শ্লো গান কে সামনে রেখে কোভিড ১৯ প্রতিরোধ সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্য ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের হল রুমে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও ইউনিয়ন করোনা প্রতিরোধ কমিটির আয়োজনে এবং এস,ডি,সি (S ,D,C) এর সহযোগিতায় শনিবার সকালে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এবং জনসাধারণের আরো সচেতন করার জন্য আজ থেকে আগামী তিন দিন মাইকিং এ প্রচার ককাজ করা হবে।উক্ত মত বিনিময় সভায় মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার মশিয়ৃর রহমানের সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি কালিপদ মন্ডল,সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান,অবসর প্রাপ্ত অধ্যক্ষ প্রনব কুমার সরকার,সাবেক মেম্বর জবেদ আলী, মাষ্টার সনজিত কুমার মন্ডল,ইয়ুথ লিডার মো রহুল আমিন,জয়ন্ত রায়,অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ফিল্ড কো অডিনেটর অমর রায়।অনুষ্ঠানে মনোহরপুর ইউনিয়নের সকল ইউ পি সদস্য সহ সকল মসজিদ ও মন্দিরের ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান গন সহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।

